Advertisment

'নীচু জাত' বলে চিকিৎসককে 'হেনস্থা' রোগীর পরিজনদের

চিকিৎসক নীচু জাতের বলে তাঁকে এবার হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নীচু জাতের নয়, উঁচু জাতের চিকিৎসককে দিযে রোগীর চিকিৎসা করার দাবি উঠল।

author-image
IE Bangla Web Desk
New Update
madhya pradesh, মধ্য়প্রদেশ

জাতপাতের বৈষম্যের রোগ যে কিছুতেই এ দেশ থেকে নির্মূল হচ্ছে না, তার আরও এক নিদর্শন সামনে এল এবার। চিকিৎসক 'নীচু জাতের' বলে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। উপরন্তু, নীচু জাতের নয়, উঁচু জাতের চিকিৎসককে দিযে রোগীর চিকিৎসা করার দাবি উঠল মধ্য প্রদেশের সরকারি চালিত হাসপাতাল সুভাষচন্দ্র মেডিক্যাল কলেজে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।

Advertisment

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মধ্য প্রদেশের জব্বলপুরের তফশিলি জাতির এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রসঙ্গে গরহা থানার স্টেশন ইন-চার্জ এ খান জানিয়েছেন, চিকিৎসক গীতেশ রাত্রে অভিযোগ করেছেন যে, এক দুর্ঘটনায় দুই মহিলা আহত হন। তাঁদের গত শুক্রবার সুভাষচন্দ্র মেডিক্যাল কলেজে আনা হয়। তিনি তফশিলি জাতের বলে রোগীর পরিজনরা তাঁকে দিয়ে চিকিৎসা করাতে বাধা দেন। "উঁচু জাতের" চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানোর দাবি জানান পরিজনরা।

আরও পড়ুন: শবরীমালায় মহিলারা ঢুকলেই গণআত্মহত্যা, হুমকি শিবসেনার

অভিযোগপত্র সম্পর্কে থানার স্টেশন ইন-চার্জ আরও বলেন যে, ইমার্জেন্সি বিভাগে সেসময় কর্তব্যরত ছিলেন ওই চিকিৎসক। দুর্ঘটনায় আহত মহিলাদের দেখেই তিনি চিকিৎসা শুরু করার তোড়জোড় করেন। তখনই রোগীর পরিজনদের একাংশ ওই চিকিৎসককে জিজ্ঞাসা করেন, তিনি কোন জাতের। যখন ওই চিকিৎসক জানান যে তিনি তফশিলি জাতের, তখনই রোগীর পরিজনরা দাবি করেন যে, উঁচু জাতের চিকিৎসকই চিকিৎসা করবেন। এ নিয়ে বচসাও হয়। তখনই ওই চিকিৎসককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর ওই দুই মহিলাকে সে হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যেই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে, ওই ব্যক্তিদের বিরুদ্ধে তফশিলি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

Read the full story here in English: MP: Demanding treatment by upper caste person, patients’ kin ‘assault’ doctor from Scheduled Tribe

national news
Advertisment