/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-102.jpg)
চিনা স্পাই বেলুনের পর আলাস্কার আকাশে রহস্যজনক বস্তু। দেখা মাত্রই মিসাইল ছুঁড়ে ধ্বংস করল বাইডেন প্রশাসন। এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে এই বিবৃতিতে বলা হয়েছে,
"এই রসহ্যজনক বস্তুটি কোথা থেকে এসেছে বা এটি ঠিক কী উদ্দেশ্যে আলাস্কার আকাশে উড়ছিল তা এখনও স্পষ্ট নয়। এটি প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় দেখা মেলে এই রসহ্যজনক বস্তুটির। কানাডিয়ান সীমান্তের কাছে আলাস্কার সুদূর উত্তর-পূর্ব অংশে এটিকে গুলি করে নামানো হয়েছে।"
চিনের ‘গুপ্তচর বেলুন’ নিয়ে আমেরিকার সঙ্গে চিনের সংঘাতের এখনও নিষ্পত্তি হয়নি। তার মাঝেই শুক্রবার আলাস্কার আকাশে দেখা মেলে এক রসহ্যজনক বস্তু, প্রেসিডেন্ট জো বিডেনের নির্দেশে উড়ন্ত বস্তুকে গুলি করে নামায় মার্কিন সেনা। সেনা সূত্রে জানা গিয়েছে ছোট গাড়ির আকারে এই রহস্যজনক বস্তুটি আমেরিকার উত্তর-পূর্ব অংশে প্রায় ৪০হাজার ফুট উচ্চতায় উড়ছিল। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি মিডিয়াকে বলেছেন যে "এই রহস্যজনক বস্তু সম্পর্কে অনেক বিবরণ এখনই অজানা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে এটি মার্কিন ভূখণ্ডে অবতরণ করার পরে এর বিষয়ে তথ্য পাওয়া যাবে।"
আরও পড়ুন: < ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ থামাতে মোদীর ওপরেই ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের, হোয়াইট হাউসের বিরাট বার্তা >
পাশাপাশি কিরবি বলেছিলেন যে "এই রহস্যজনক বস্তুটি কোথা থেকে এসেছে বা কী উদ্দেশ্যে এটি আলাস্কার আকাশে উড়ছিল সে বিষয়ে আমাদের হাতে এখনও পর্যাপ্ত তথ্য নেই”। প্রসঙ্গত উল্লেখ্য গত ৪ ঠা ফেব্রুয়ারি একটি চিনা গুপ্তচর বেলুনকে গুলি করে ধ্বংস করে মার্কিন যুক্তরাষ্ট্র।