ভিড়ে ঠাসা রেলস্টেশন, হঠাৎ করেই স্টেশনে লাগানো টিভি স্ক্রিনে চলতে শুরু করল পর্ন ভিডিও। সব দেখে শুনে একেবারে ‘থ’ যাত্রীরা। পাটনা স্টেশনে রবিবার একেবারে হৈ-হৈ কাণ্ড। বিহারের অন্যতম বৃহত্তম ও ব্যস্ত রেল স্টেশন পাটনা জংশন। প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এই স্টেশনের ওপর দিয়ে, কিন্তু রবিবার পাটনা জংশনে এমন একটি ‘লজ্জাজনক’ ঘটনা ঘটেছে যা সর্বত্রই শোরগোল ফেলেছে।
বিজ্ঞাপনের পরিবর্তে, পাটনা জংশনে লাগানো টিভি স্ক্রিনে ফুটে উঠল ‘অশ্লীল ছবি’। যাত্রীদের অভিযোগ তিনমিনিট ধরে চলে এই ‘পর্ন ভিডিও’। ঘটনার সময় প্লাটফর্মে শিশু-মহিলাসহ হাজার হাজার যাত্রী উপস্থিত ছিলেন। রোববার সকাল সাড়ে ৯টা নাগাদ এমন ঘটনা ঘটতেই রীতিমত হুলস্থূল পড়ে যায়।
অশ্লীল ছবি দেখে ‘বিব্রত’ হয়ে পড়েন যাত্রীরা। কেউ কেউ ছেলে-মেয়ের সামনে বেজায় অস্বস্তিতে পড়ে যান। এরপরই যাত্রীরা বিষয়টি স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি ও আরপিএফকে জানায়। যাত্রীদের অভিযোগ, ঘটনার কথা জানানোর পরও রেল পুলিশের তরফে পদক্ষেপ নিতে বেশ কিছুটা দেরি হয়। পরে, আরপিএফ সংশ্লিষ্ট সংস্থাকে ফোন করে ‘অশ্লীল ছবি’ বন্ধ করতে বলে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রভাত কুমার এই বিষয়ে তথ্য পেয়েই তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়।
পাটনা স্টেশনের ডিআরএম জানান, সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে জরিমানাও আরোপ করা হবে এবং তাদের অপসারণ এবং কালো তালিকাভুক্ত করা হবে। পাটনা আরপিএফ ইনচার্জ সুশীল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজেন্সির মালিক ও অন্যদের ডেকে পুরো বিষয়টি খতিয়ে দেখবে। কর্মকর্তারা জানিয়েছেন সকাল ৯.৫৬ থেকে ৯.৫৯ পর্যন্ত পুরো তিন মিনিটের জন্য ১০ নম্বর প্ল্যাটফর্মে ‘অশ্লীল ছবি’ টিভি স্ক্রিনে ফুটে ওঠে’।