মথুরা-বৃন্দাবনের মন্দিরে প্রবেশে মানতে হবে বিশেষ বিধি, নির্দেশ জেলা প্রশাসনের

করোনার বাড়বাড়ন্ত। সংক্রমণ রোধে তাই পূণ্যার্থীদেরও এবার মানতে হবে বিধি।

করোনার বাড়বাড়ন্ত। সংক্রমণ রোধে তাই পূণ্যার্থীদেরও এবার মানতে হবে বিধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mathura vrindavan corona

করোনার বাড়বাড়ন্ত। সংক্রমণ রোধে তাই পূণ্যার্থীদেরও এবার মানতে হবে বিধি। মাস্ক ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখা আবশ্যিক বলে জানালো আগ্রা প্রশাসন। অর্থাৎ, এখন থেকে বৃন্দাবন, মথুরার যেকোনও মন্দিরে প্রবেশ করতে গেলেই ভক্তদের করোনাবিধি মেনে চলতে হবে।

Advertisment

কেবল নির্দেশিকা জারি করেই ক্ষান্ত হওয়া নয়, বিধি বাস্তবে মানা হচ্ছে কিনা তা দেখতে মাঝেমধ্যেই মন্দিরগুলিতে অতর্কিতে হানা দিচ্ছেন প্রসাশনের আধিকারিকরা।

দ্বোয়ারকা মন্দিরের অধিকর্তা রাকেশ তিওয়ারি জানান, মন্দিরে বিধি মেনেই নির্দিষ্ট সংখ্যক ভক্তকে নিদৃষ্ট সময়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। বাঁকে বিহারী মন্দিরেও ফেস মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

মথুরায় ৩০৬টি কনটেনমেন্ট জোন রয়েছে। যেগুলি থেকে মানুষের প্রবেশ-বাহির বন্ধ করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া আর কিছুই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Advertisment

আগ্রা, মথুরায় করোনার দাপট বাড়ছে। আক্রান্ক ১১৯ জন। বেশ কয়েক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mathura coronavirus