Advertisment

করোনা দমনে মরিয়া ভারত, নেওয়া হল একগুচ্ছ পরিকল্পনা

করোনা সংক্রমণের চিহ্নিত এলাকায় যেমন বাড়তি নজর দেওয়া হচ্ছে, তেমনই যেসব এলাকায় নতুন করে সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেখানেও বাড়তি সাবধানতা নেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে, করোনা সংক্রমণের গতিবিধি সরজেমিনে খতিয়ে দেখতে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংক্রমণের চিহ্নিত এলাকায় যেমন বাড়তি নজর দেওয়া হচ্ছে, তেমনই যেসব এলাকায় নতুন করে সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেখানেও বাড়তি সাবধানতা নেওয়া হচ্ছে। পাশাপাশি করোনা রুখতে নমুনা পরীক্ষার উপরও জোর দেওয়া হচ্ছে।

Advertisment

হটস্পটে সরকারের কৌশল

করোনায় হটস্পটে বিশেষ কৌশল নিয়েছে সরকার। করোনায় রেড জোন বা হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় যেসব জেলায় সংক্রমণের প্রকোপ বেশি, সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে। যদি ১৫টির বেশি সংক্রমণের হদিশ মেলে, তাহলে স্মল ক্লাস্টার বা মাল্টিপল ক্লাস্টার হিসেবে তা ধরা হবে। যদি কোথাও ১৫টির কম সংক্রমণের হদিশ মেলে তবে তা একটি সীমাবদ্ধ অঞ্চল হিসেবে ধরা হবে।

পরিসীমা নিয়ন্ত্রণ

সরকার জানিয়েছে যে, ক্লাস্টার এলাকাগুলির পরিধি ঠিক করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ''কনটেনমেন্ট জোনে অত্য়াবশকীয় পণ্য় পরিষেবার জন্য় দু'একটা রাস্তা খোলা থাকবে। কনটেনমেন্ট জোনের সঙ্গে সংযোগকারী সব রাস্তায় পুলিশ বা ভলান্টিয়ারদের পাহারা থাকবে''। সেইসঙ্গে সমস্ত যান চলাচল, যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা জারি থাকবে। এমনকি, রাস্তায় সাধারণ মানুষের গতিবিধিতেও নিষেধাজ্ঞা বজায় থাকবে। নির্দিষ্ট পরিসীমার বাইরে কতজন মানুষ যাচ্ছেন, তাঁদের রেকর্ড রাখা হবে।

আরও পড়ুন: হটস্পটের তালিকায় ১৭০টি জেলা, সম্ভাব্যর তালিকায় আরও ২০৭

রাজ্য সরকারের ভূমিকা

জেলাগুলিতে করোনা সংক্রমণের উপর নজর রাখতে হবে রাজ্য় সরকারগুলোকে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ''করোনায় কনটেনমেন্ট জোন ও বাফার জোনে (অধিকতর সুরক্ষা বিধি মানা হয়েছে যেসব এলাকা) নজরদারি চালাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ওই এলাকা পর্যবেক্ষণে রাখবে এনএসএস, নেহরু যুবক কেন্দ্র, এএনএমও। ওই সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে হবে। নমুনা পরীক্ষার হার বাড়াতে হবে''। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, দেশের ২০৭টি জেলাকে সম্ভাব্য় হটস্পট হিসেবে দেখা হচ্ছে।

করোনায় কড়া নজরদারি

করোনা রুখতে সর্বক্ষণ নজরদারি, ল্য়াবে নমুনা পরীক্ষা প্রোটোকল মেনে করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''হটস্পট নয় এমন জেলায় ক্লাস্টার কনটেনমেন্ট পলিসি গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশের ৭৩০টির মধ্য়ে ৩৫৩ টি জেলায় সংক্রমণ হয়নি। ওই সব জেলাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। যদি ওই সব জেলায় ইনফ্লুয়েঞ্জার মতো কোনও অসুখ হয়, তাহলে তা পরীক্ষা করা হবে''। অন্য়দিকে, বাফার জোন, যেখানে নতুন সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেখানে করোনার উপসর্গ থাকলেই তা গুরুত্ব সহকারে দেখার কথা বলা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment