Advertisment

নৌবাহিনীতে মেয়েদের স্থায়ী চাকরির নির্দেশ সুপ্রিম কোর্টের

এতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়ে নৌবাহিনীতে যোগ দেওয়া অফিসাররা আগে ১০ বছর পর অবসরগ্রহণ করতে পারতেন। কিন্তু বর্তমানে সেই অবসরগ্রহণের সময়সীমা বাড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নৌবাহিনীতে কেবল পুরুষেরা নয়, মহিলারাও ভাল নাবিক হতে পারে, মঙ্গলবার নৌবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন মঞ্জুর করে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, “পুরুষ অফিসাররা যেমন দক্ষতার সঙ্গে নাবিকের পদে থাকতে পারে। তেমন মহিলারাও পারে। এখানে কোনও বৈষম্য থাকা উচিত নয়।”

Advertisment

কমিশনের নির্দেশ অনুসারে এতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়ে নৌবাহিনীতে যোগ দেওয়া অফিসাররা আগে ১০ বছর পর অবসরগ্রহণ করতে পারতেন। কিন্তু বর্তমানে সেই অবসরগ্রহণের সময়সীমা বাড়ল আরও চার বছর। মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অজয় রাস্তোগির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, যে মহিলারা জাতির সেবা করেছেন, তাঁদের যদি নৌবাহিনীতে স্থায়ী চাকরি না দেওয়া হয়, তাহলে অবিচার করা হবে। এতে বলা হয়েছে যে কেন্দ্রের পক্ষ থেকে নারীদের উপর থেকে এই চাকরিতে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার পরে নৌবাহিনীতে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য থাকতে পারে না।

আরও পড়ুন: ‘অপরাধের দিন দিল্লিতেই ছিলাম না’, আদালতে দাবি নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত মুকেশের

আদালত জানায়, “মহিলা অফিসারদের থেকে বিধিনিষেদ তুলে নিয়ে স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের সমান আচরণ করা উচিত।" প্রসঙ্গিত, এর আগে পদাতিক বাহিনীতে মহিলাদের নেওয়ার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। কম্যান্ডিং অফিসারের পদের জন্য দাবি জানিয়ে আবেদন করেছিলেন কয়েকজন মহিলা। পূর্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্রের এই অবস্থান প্রত্যাখ্যান করে জানিয়েছিল যে নৌবাহিনীর মহিলা অফিসারদের সমুদ্র দায়িত্ব দেওয়া যাবে না কারণ রাশিয়ান জাহাজগুলিতে মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা নেই।

Read the story in English

Indian army
Advertisment