Advertisment

রেকর্ড ছুঁল পেট্রোল এবং ডিজেলের দাম

বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু ভারতীয় মুদ্রার দাম পড়ে যাওয়ার মতো পরিস্থিতি এলে আন্তর্জাতিক বাজারের ছবিটা এত ভয়াবহ হত না। আসল সমস্যা হল, মার্কিন ডলারের সাথে টেক্কা দিতে পারে এমন সব দেশের টাকার মূল্যও ক্রমশ কমছে।

author-image
IE Bangla Web Desk
New Update
fuel price hike

রেকর্ড ছুঁল পেট্রোল, ডিজেলের দাম। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিগত ক'দিন ধরেই চড়চড় করে বাড়ছিল ডিজেল এবং পেট্রোলের দাম। সোমবার সকালে রেকর্ড ছুঁল তা। চার মেট্রো শহরেই রেকর্ড বেড়েছে ডিজেল পেট্রোলের দাম।

Advertisment

সোমবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৯ টাকা ১৫ পয়সা। মুম্বই-এ পেট্রোলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। কলকাতায় এই দিন পেট্রোলের দাম হল ৮২ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম দিল্লি, মুম্বই এবং কলকাতায় যথাক্রমে লিটার পিছু ৭১.১৫, ৭৫.৫৪ এবং ৭৪ টাকা। সোমবার ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে নতুন দাম।

ডিজেল এবং পেট্রোলের আকাশছোঁয়া দাম প্রসঙ্গে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার বলেন, এই মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদী নয়। তিনি আরও বলেন, ‘‘ওপেকের আওতায় পড়া দেশগুলো দৈনিক ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রাখতে পারেনি। স্বভাবতই চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে তেলের দাম। এছাড়া ভেনিজুয়েলা, ইরানের মতো দশের সংকটের কারণেও আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ছে।"

আরও পড়ুন, ডিজেলের দাম বেড়ে রেকর্ড ছুঁল, পিছিয়ে নেই পেট্রোলও

তেলের দাম এরকম আকাশ ছোঁয়া হওয়ার পেছনে মূলত এই দুটি কারণ কেই দায়ী করছে অর্থনীতি বিশেষজ্ঞরাও। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে। দ্বিতীয়ত, মার্কিন ডলারের তুলনায় রোজ কমছে টাকার দাম। বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু ভারতীয় মুদ্রার দাম পড়ে যাওয়ার মতো পরিস্থিতি এলে আন্তর্জাতিক বাজারের ছবিটা এত ভয়াবহ হত না। আসল সমস্যা হল, মার্কিন ডলারের সাথে টেক্কা দিতে পারে এমন সব দেশের টাকার মূল্যও ক্রমশ কমছে।

Petrol petrol diesel india
Advertisment