যত দিন যাচ্ছে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে বৈকি কমছে না। বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো দেশের তিন বড় শহরে এদিনও পেট্রোল, ডিজেলের দাম চোকাতে গিয়ে কালঘাম ছুটেছে ক্রেতাদের।
কলকাতাতে ইতিমধ্যেই পেট্রোলের দাম আশি ছুঁয়ে ফেলেছে। এদিন মহানগরে লিটার প্রতি পেট্রোলের দাম ৮১.০৬ টাকা, যা গতকালের তুলনায় ১৫ পয়সা বেড়েছে। অন্যদিকে, এ শহরে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭১.৮৬ টাকায়, যা গতকালের তুলনায় ১৪ পয়সা বেশি।
আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা
রাজধানীতেও চড়া পেট্রোল, ডিজেল। এদিন নয়া দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয়েছে ৭৮.৪৩ টাকা। রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম এই মুহূর্তে ৬৯.৩১ টাকা।
দিল্লির পাশাপাশি বাণিজ্যনগরেও দামী হচ্ছে পেট্রোল-ডিজেল। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৬.২৪ টাকায়। অন্যদিকে, এ শহরে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৩.৭৯ টাকায়।
আরও পড়ুন, আরও চড়া পেট্রোল-ডিজেল, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক নেতারা। সোমবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে মোদিকে ট্যুইটারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।