Advertisment

Petrol Price Cut: মূল্য হ্রাসের প্রহসন, দাম কমল মোটে ১ পয়সা

কলকাতায় সোমবারের তুলনায় ১৫ পয়সা বেড়ে petrol price হয়েছিল ৮১.০৬ পয়সা, পাশাপাশি ডিজেলের দাম বেড়ে ১৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছিল ৭১.৮৬ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol, diesel price

দাম বৃদ্ধির প্রতিবাদে ভারত বন্ধের ডাক

নামমাত্র দাম কমল, হয়রানি অব্যাহত

Advertisment

কার্যত, মূল্য হ্রাসের প্রহসন। বুধবার সকাল তেলের দাম কমা নিয়ে স্বস্তির আভাস পাওয়া গেলেও সে গুড়ে বালি। পেট্রোপন্যের দাম কমল মাত্র ১ পয়সা। ১৬ দিন ধরে ক্রমাগত বাড়তে থাকা দামে সাধারণের মনে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তেলের দাম বোধহয় ১০০-র কোঠা ছুঁয়ে ফেলবে। অবশেষে, বুধবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানাল গোটা দেশ জুড়েই পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে।

কলকাতায় সোমবারের তুলনায় ১৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছিল ৮১.০৬ পয়সা, পাশাপাশি ডিজেলের দাম বেড়ে ১৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছিল ৭১.৮৬ টাকা। সেখানে সাম্প্রতিক লিটার প্রতি পেট্রোলের দাম ৮১.০৫ টাকা ও ডিজেলের দাম ৭১.৮৫ টাকা।

Read More: Petrol price cut, but by all of 1 paisa; IOCL revises prices from earlier cut of 60 paise

তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়া দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। মে মাসের মাঝে দাম কমেছিল পেট্রোপন্যের। তারপর ১৫ মে থেকে বাড়তে শুরু করে দাম। টানা ১৬ দিনের বাড়া দামে নাভিশ্বাস উঠেছে আমজনতার। কাল অবধি লিটার প্রতি পেট্রোলের ৭৭.৫০ টাকা থেকে বেড়ে দাম দাঁড়িয়েছিল ৮১.৬০ টাকা। সুতরাং মোট দাম বেড়েছে ৪.১০ টাকা। ডিজেলের দাম ৬৯.৯০ টাকা থেকে বেড়ে পৌঁছয় ৭১.৮৬ টাকায়। মোট লিটার প্রতি ২.৭৭ টাকা বাড়ে ডিজেলের দাম।

প্রসঙ্গত, এদেশে পেট্রোপন্যের মুল্যবৃদ্ধি অথবা হ্রাস সাধারণত সৌদি আরবের ডিজেলের দাম এবং সিঙ্গাপুরের গ্যাসোলিনের মূল্যের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। আপাতত সৌদি আরব এবং রাশিয়াতে খনিজ তেলের দাম কমে দাঁড়িয়েছে ব্যারেল পিছু ৭৫ ডলার।

আরও পড়ুন: আরও দামি পেট্রোল-ডিজেল, সাধারণের হয়রানি

কলকাতা, দিল্লি, মুম্বই -- দেশের তিন বড় শহরে এদিনও পেট্রোল, ডিজেলের দাম দিতে গিয়ে কালঘাম ছুটেছে ক্রেতাদের। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক নেতারা। সোমবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইটারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল কলকাতায় গান্ধিমুর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় ও দলের কর্মীরা। তবে তেলের মুল্যবৃদ্ধির কারণ নিয়ে মুখ খোলেননি কেন্দ্রীয় সরকার।

Petrol petrol diesel price
Advertisment