আবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের, জেনে নিন নতুন দাম কত হল?

গত কয়েকমাস ধরে বেশ কয়েক দফায় বেড়েছে জ্বালানির দাম৷ তথ্য অনুযায়ী ঠিক ১৯ দিনের মাথাতেই আবার এরাজ্যে বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম ৷

গত কয়েকমাস ধরে বেশ কয়েক দফায় বেড়েছে জ্বালানির দাম৷ তথ্য অনুযায়ী ঠিক ১৯ দিনের মাথাতেই আবার এরাজ্যে বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম ৷

author-image
IE Bangla Web Desk
New Update
petrol

আজ ফের আর একদফা দাম কমল পেট্রোল-ডিজেলের

আবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। নতুন দামে প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল ১৭ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল  ২১ পয়সা। নতুন দাম অনুযায়ী ৭৪.৬৩ পয়সা থেকে দাম বেড়ে পেট্রোলের দাম হল ৭৭.৫০ টাকা। অন্যদিকে ডিজেলের দাম গিয়ে পৌছালো ৬8.৭২ টাকা। কর্ণাটক নির্বাচনের ঠিক দিন-দুয়েক পরেই এবং রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনই বৃদ্ধি হল পেট্রোপণ্যের দামের ৷

Advertisment

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচন: পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি সিপিএমের

গত কয়েকমাস ধরে বেশ কয়েক দফায় দাম বেড়েছে জ্বালানির ৷ তবে তথ্য অনুযায়ী ১৯ দিনের মাথাতেই আবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম ৷ সূত্রের খবর পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য কার্যকর হয়েছে আজ সোমবার সকাল ৬টা থেকেই ৷

Advertisment
diesel Petrol kolkata