রেকর্ড বৃদ্ধি ডিজেল-পেট্রোলের দামে

রেকর্ড ভেঙে প্রথমবার ৭০ টাকা পেরিয়েছে ডিজেল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে তার অশনিসংকেত মিলেছে ইতিমধ্যে।

রেকর্ড ভেঙে প্রথমবার ৭০ টাকা পেরিয়েছে ডিজেল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে তার অশনিসংকেত মিলেছে ইতিমধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol

আজ ফের আর একদফা দাম কমল পেট্রোল-ডিজেলের

৫ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ডিজেলের দাম এই প্রথমবার ৭০ টাকা পেরোল। পেট্রোলের দাম লিটার প্রতি ৭৮ টাকায় পৌঁছেছে। এর আগে কর্ণাটকের নির্বাচন মেটার পরেই পেট্রোপণ্য়ের দাম বেড়েছিল। লিটার প্রতি ৩৩ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। বর্ধিত  দাম দাঁড়িয়েছে  ৭৬.‌২৪ টাকা। প্রতি লিটার ২৬ পয়সা দাম বেড়েছে ডিজেলের। ডিজেলের নতুন দাম হয়েছে ৬৭.‌৫৭ টাকা প্রতি লিটার।

diesel Petrol