Petrol Diesel Price Today: দেশ জুড়ে গত দেড় মাস ধরেই বাড়ছে পেট্রোলের দাম। সোমবার সকালে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৯১ টাকা ৮ পয়সা। ডিজেলের দামও আশি ছুঁই ছুঁই। এ দিন সকালে মুম্বইতে ডিজেলের দাম ছিল ৭৯ টাকা ৭২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ৮৩ টাকা ৭৩ পয়সা এবং ৭৫ টাকা ৯ পয়সা।
কলকাতা শহরে সোমবার পেট্রোলের দাম লিটার পিছু ৮৫ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৭৬ টাকা ৯৪ পয়সা। রবিবার দেশ জুড়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কলকাতায় বেড়েছে ৫৮ টাকা। অর্থাৎ কলকাতা শহরে ১৪.২ লিটার গ্যাসের দাম দাঁড়াল ৯০৭ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৮.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬২.৫০ টাকা।
আরও পড়ুন, আজও চড়া জ্বালানি, মুম্বইয়ে রেকর্ড হারে দামি পেট্রোল
জ্বালানির দাম ক্রমশ বাড়ছে বিগত মাস কয়েক ধরেই। এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সরকার জ্বালানির ওপর ২ এবং ৪ শতাংশ ভ্যাট নির্দিষ্ট করেছে। সপ্তাহ তিনেক আগে পশ্চিমবঙ্গেও লিটার পিছু ১ টাকা করে ডিজেল এবং পেট্রোলের দাম কমিয়েছে রাজ্য সরকার।
তেল উৎপাদনকারী দেশের থেকে মার্কিন ডলারের বিনিময়ে পরিশোধিত তেল কিনতে হচ্ছে চড়া দামে। দেশ জুড়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ার পেছনে এটি অন্যতম কারণ। একদিকে যেমন মার্কিন ডলার পিছু ভারতীয় টাকার দাম পড়ছে, একই সঙ্গে বাড়ছে পেট্রো পণ্যের দাম। গতকাল দেশ জুড়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম।
পিটিআই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দেশের মেট্রো শহরগুলির মধ্যে রাজধানী দিল্লিতেই ভ্যাট কম থাকায় পেট্রোলের দাম তুলনামূলক সস্তা হয়। মুম্বইয়ের সেলস ট্যাক্স সবচেয়ে বেশি হওয়ায় এমনিতেই সেখানে জ্বালানি তেলের দাম বেশি থাকে। জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনার প্রসঙ্গে দিল্লি হাই কোর্ট বলেছে, পেট্রোল ডিজেলের দামে রোজ হেরফের হয়, এটি কেন্দ্রের অর্থনৈতিক নীতির মধ্যে পড়ে। অতএব আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।
একাধিক বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য, জ্বালানি তেলকে জিএসটি-র আওতায় আনলে দাম নিয়ন্ত্রণে আসবে অনেকটাই। বিএসপি প্রধান মায়াবতী অবশ্য পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামের জন্য দায়ী করেছেন কেন্দ্রে থাকা প্রাক্তন এবং বর্তমান দুই সরকারকেই।