টানা ৬ দিন ধরে দাম বাড়তে বাড়তে বেলাগাম পেট্রলের দাম। কলকাতায় এই প্রথম পেট্রলের দর ৯০ টাকা পেরিয়ে গিয়েছে। দাম বেড়েছে ডিজেলের।
শনিবারের থেকে ২৮ পয়সা বেড়ে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ১ পয়সা। কলকাতার পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, পাটনা, লখনউ, জয়পুর-সহ দেশের প্রায় সর্বত্র জ্বালানি তেলের দামে আগুন। মুম্বইয়ে তো লিটারপিছু পেট্রলের দাম সেঞ্চুরির পথে।রবিবার মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ২১ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৯৬ পয়সা।
দাম বেড়েছে ডিজেলেরও। কলকাতায় প্রতি লিটারে ৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮২ টাকা ৩৫ পয়সা। বাণিজ্যনগরী লিটার প্রতি ডিজেলের দাম ৮৬ টাকা ৪ পয়সায়। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৬ পয়সা। চেন্নাইতে দাম ৮৪ টাকা ১৬ পয়সা।
হঠাৎ করে গত কয়েক সপ্তাহ ধরে কেন বাড়ছে জ্বালানী তেলের দাম? জানা গিয়েছে, করোনা টিকাকরণের পরই বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ফলে ক্রমশ লাগামছাড়া হচ্ছে জ্বালানী তেলের দাম।
ভারতের বাজারে তেলের দাম বৃদ্ধির জন্য অবশ্য বিরোধীদের নিশানায় মোদী সরকার। বিরোধীদের দাবি, কেন্দ্রের শুল্কনীতিই তেলের তেলের মূল্য বৃদ্ধির জন্য দায়ী। করোনায় বিশ্ব বাজারে যখন দাম কমেছে, তখনও পেট্রল এবং ডিজেলের উপর শুল্ক বাড়িয়েছে মোদী সরকার। ফলে আখেরে কোনও লাভ হয়নি দেশবাসীর। যদিও মোদী সরাকার বিরোধীদের যুক্তি উড়িয়ে বিভিন্ন রাজ্যে তেলের দাম বৃদ্ধির জন্য রাজ্যের ভ্যাট শুল্ক চাপানোকে হাতিয়ার করেছে।জ্বালানী তেল রাজনীতির মধ্যেই অবশ্য নাজেহাল অবস্থা আমজনতার।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন