রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে খোলাখুলি পাকিস্তানি সন্ত্রাসবাদীকে সমর্থন করল চিন, চিনের এই পদক্ষেপের কড়া ভাষায় প্রতিবাদ জানাল ভারত। 26/11 মুম্বই হামলার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করার প্রস্তাব সামনে আনে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাব স্থগিত করে চিন আবারও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে।
ভারত বুধবার (২১ জুন) পাকিস্তানের কুখ্যাত সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈয়বার অন্যতম সদস্য সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করার প্রস্তাবে চিনের বাঁধা দেওয়ার কঠোর সমালোচনা করেছে। চিনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে ভারত বলেছে, ‘বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের তুচ্ছ ভূ-রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে চিন যে কাজ করেছে তা এক কথায় নিন্দনীয় সেই সঙ্গে চিনের এই ধরণের পদক্ষেপ সন্ত্রাসবাদ দমনে বাঁধা সৃষ্টি করছে। চিনের এই পদক্ষেপকে ভারত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তরিকভাবে লড়াই করার জন্য প্রকৃত ইচ্ছার অভাব বলেই উল্লেখ করেছে।
ভারত বলেছে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার কারণে যদি আমরা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে না পারি, তাহলে প্রকৃত অর্থে আমাদের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার কোন মানে নেই। হয়তো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাই নেই সেই সকল দেশের যারা এই ধরণের পদক্ষেপ নিচ্ছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা প্রস্তাবে বাঁধা দেয় চিন। সাজিদ মীর ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের একজন এবং 26/11 মুম্বই সন্ত্রাসী হামলার মূল চক্রী। তার মাথার দাম রাখা হয়েছে ৫০ লক্ষ মার্কিন ডলার। চিন তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে বলেই ধারণা । চিনের এহেন পদক্ষেপের সমালোচনা করেছে ভারতসহ অনেক দেশ।