/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_ae0dfc.jpg)
'গুপ্তচর'বৃত্তির ভয়ঙ্কর অভিযোগ, ধৃত পায়রাকে অবশেষে ক্লিন চিট দিল ভারত! আট মাস পুলিশি হেফাজতের পর মিলল রেহাই।
'গুপ্তচর'বৃত্তির ভয়ঙ্কর অভিযোগ, ধৃত পায়রাকে অবশেষে ক্লিন চিট দিল ভারত! আট মাস পুলিশি হেফাজতের পর মিলল রেহাই।
গুপ্তচর গত আট মাস ধরে পুলিশের হেফাজতে ছিল এই পায়রাটি। অবশেষে মঙ্গলবার মুম্বই পুলিশ সন্দেহভাজন এই চিনা গুপ্তচরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে।
বিগত আট মাস ধরে মুম্বই পুলিশ পাখিটিকে নিজেদের হেফাজতে রাখে। গত বছরের মে মাসে মুম্বইয়ের একটি বন্দর থেকে ধরা পড়ে এই পায়রাটি। তার পায়ে দুটি আংটি বাঁধা ছিল, যার ওপর চিনা ভাষায় কিছু লেখা ছিল। এতেই সন্দেহ হয় পুলিশের। গুপ্তচরবৃত্তির জন্যই পায়ড়াটিকে ভারতে পাঠানো হয়েছে এমনই সন্দেহে পাখিটিকে আটমাস নিজেদের হেফাজতে রাখে মুম্বই পুলিশ।
মুম্বি পুলিশ পায়রাটিকে নিজেদের হেফাজতে নিয়ে সেটিকে একটি পশু হাসপাতালে পাঠায়। পরে জানা যায়, পায়রাটি তাইওয়ানের। উড়তে উড়তে ভারতে চলে আসে। যদিও মুম্বই পুলিশ এ বিষয়ে এখনও কিছু জানায়নি।
পুলিশের হাতে পাখি ধরার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০২০ সালে, জম্মু ও কাশ্মীরে পুলিশ একটি পায়রা গ্রেফতার করে। সেটি ছিল পাক জেলেদের। যদিও পরে পায়রাটিকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তদন্তে জানতে পারে পায়রাটি ছিল একেবারে নির্দোষ।
২০১৬ সালেও একই রকম একটি ঘটনা প্রকাশ্যে আসে। এ সময় একটি পায়রাকে আটক করে পুলিশ। পায়রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি 'হুমকি' নোট পাঠানো হয়েছিল, যার পরে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে এবিষয়ে সতর্ক করা হয়েছিল।