Advertisment

ফের ভেঙে পড়ল সেনার চপার, পাইলটের মৃত্যু উস্কে দিল বিপিন রাওয়াতের স্মৃতি

কো-পাইলটের অবস্থা আশঙ্কাজনক, চলছে উদ্ধারকাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Army Helicopter

ভারতীয় সেনার চপার। প্রতীকী ছবি

ফের ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার। শুক্রবার উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য় অনুযায়ী, বিএসএফের অসুস্থ জওয়ানকে তুলে আনতে গিয়েছিল চপার। কিন্তু আচমকাই ভেঙে পড়ে সেটি। ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে।

Advertisment

জানা গিয়েছে, কো-পাইলট গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। সেনা সূত্রে খবর, দুজন পাইলটই সেনার এভিয়েশন কর্পসের সদস্য এবং মেজর পদমর্যাদার।

কী কারণে চপার ভেঙে পড়ল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এক আধিকারিকের মতে, চপারটি অবতরণের সময় আবহাওয়ার কারণে ঘুরে যায়।

আরও পড়ুন এবার মধ্য-প্রাচ্যের স্বেচ্ছাসেবী যোদ্ধাদের ইউক্রেনে পাঠাচ্ছে মস্কো, সবুজ সংকেত পুতিনের

চপার দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পায়ে হেঁটে তাঁরা গভীর জঙ্গলে জীবিতের খোঁজে তল্লাশি চালান। আকাশপথেও তল্লাশি চালানা হয়।

Indian army Army Helicopter Crash
Advertisment