Advertisment

দু'বছরের শিশুর যৌন হেনস্থা, এবার ঠাকুরপুকুরের প্লে-স্কুলে

ডায়মন্ড হারবার এলাকার একটি প্লে-স্কুলে আবারও যৌন নির্যাতনের শিকার এক শিশু। ওই প্লে-স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা৷

author-image
IE Bangla Web Desk
New Update
childabuse_759

প্লে-স্কুলে শিশুকে যৌন নির্যাতন।

ডায়মন্ড হারবার এলাকার একটি প্লে-স্কুলে আবারও যৌন নির্যাতনের শিকার দু'বছরের এক শিশু। ওই প্লে-স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা৷ পকসো (POCSO, Protection of Children from Sexual Offences Act) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ শিশু সুরক্ষা কমিশনে ঘটনার রিপোর্ট তলব করেছে৷

Advertisment

শিশুর মায়ের দাবি, ২ জুন সোমবার স্কুল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিল সে। স্নানের সময় গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখেন শিশুর মা। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বছর দুয়েকের ওই শিশুকে৷ এরপর সেখান থেকে তাকে পাঠানো হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। শারীরিক পরীক্ষার প্রাথমিক রিপোর্টে যৌন হেনস্থার বেশ কিছু প্রমাণ মিলেছে৷

আরও পড়ুন: মেয়েকে স্তন্যপান করিয়ে নজির ‘সুপার ড্যাড’-এর

বৃহস্পতিবার সকালে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন শিশুটির পরিবার। তাঁদের অভিযোগ, গোটা ঘটনা অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ৷ এমনকি সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ জানান, গত ২৬ জুন থেকে কাজ করছে না তাঁদের সিসিটিভি ক্যামেরা। থানায় দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ সেদিনের সিসিটিভি ফুটেজ মুছে ফেলেছেন বলেই আশঙ্কা করছেন শিশুর পরিবার।

child abuse
Advertisment