/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/modi-1-2.jpg)
প্রধানমন্ত্রী মোদী
ভয়ঙ্কর করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই তহবিলে দেশবাসীকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ত্রাণ তহবিলের নাম দেওয়া হয়েছে 'প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (পিএম-কেয়ারস) ফান্ড'।
देशभर से लोगों ने COVID-19 के खिलाफ लड़ाई में सहयोग करने की इच्छा जाहिर की है।
इस भावना का सम्मान करते हुए Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund का गठन किया गया है। स्वस्थ भारत के निर्माण में यह बेहद कारगर साबित होगा।
— Narendra Modi (@narendramodi) March 28, 2020
এই তহবিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী মোদী স্বয়ং। এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কীভাবে দেশবাসী ও বিভিন্ন প্রতিষ্টানের তরফে পিএম-কেয়াস-এ এর্থ প্রদান করা হবে?
প্রথমেই লগ ইন করতে হবে pmindia.gov.in ওয়েবসাইটে।
অ্যাকাউন্টের নাম : PM CARES
অ্যাকাউন্ট নম্বর : 2121PM20202
আইএফএসসি কোড (IFSC Code): SBIN0000691
সুইপট কোড (SWIFT Code): SBININBB104
ব্যাঙ্কর নাম ও শাখা: স্টেস ব্যাঙ্ক ওফ ইন্ডিয়া, নতুন দিল্লি , মূল শাখা
ইউপিআই আইডি (UPI ID): pmcares@sbi
এছাড়াও pmindia.gov.in-এ গিয়েও টাকা জমা দেওয়া যাবে। তাতে কীভাবে অনুদান দেওয়া যাবে? দেখেনিন একনজরে
ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI (BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik ইত্যাদি), RTGS/NEFT
বর্তমানে ৯৭৯ জন ভারতে করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৫ জনের। শনিবার ত্রাণ তহবিল গঠনের পরই অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন এই তহবিলে তিনি ২৫ কোটি টাকা সহায়তা করবেন। বরুণ ধাওয়ান দিয়েছেন ৩০ লক্ষ টাকা। ক্রিকেটার সুরশ রায়না ৩১ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। পাঞ্জাবি গায়ক গুরু রণধাওয়া দিয়েছেন ২০ লক্ষ টাকা।
Read the story full in English