ইজরায়েল-হামাস যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর, চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আলোচনা এবং কূটনীতির উপর জোর দেওয়ার আহ্বান।

আলোচনা এবং কূটনীতির উপর জোর দেওয়ার আহ্বান।

author-image
IE Bangla Web Desk
New Update
global south summit, pm modi speaks, israel-hamas, india condemns israel hamas, Voice of Global South Summit, dakshin, indian express

ইজরায়েল-হামাস যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুতে শোক মোদীর, চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১৭ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। এই সময় প্রধানমন্ত্রী মোদী বলেন,' ভয়েস অফ গ্লোবাল সাউথ ২১ শতকের পরিবর্তিত বিশ্বে সবচেয়ে অনন্য প্ল্যাটফর্ম'। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ভারত যখন গত বছরের ডিসেম্বরে G-20 এর সভাপতিত্ব গ্রহণ করেছিল, তখন সিদ্ধান্ত নিয়েছিল যে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর প্রচার করা আমাদের অগ্রাধিকার হবে'।

Advertisment

বিশ্বের সবচেয়ে অনন্য প্ল্যাটফর্ম
প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভয়েস অফ গ্লোবাল সাউথ ২১ শতকের পরিবর্তিত বিশ্বে সবচেয়ে অনন্য প্ল্যাটফর্ম। ভৌগোলিকভাবে, গ্লোবাল সাউথ সর্বদাই ছিল, তবে এটি প্রথমবারের মতো বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমরা ১০০ টিরও বেশি ভিন্ন দেশ, কিন্তু আমাদের স্বার্থ এক। আআদের আগ্রাধিকারও এক। তিনি আরও বলেন, 'গত বছর ডিসেম্বরে যখন ভারত G-20-এর সভাপতিত্ব গ্রহণ করেছিল, তখন আমরা গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বরকে প্রসারিত করাকে আমাদের অগ্রাধিকার বলে মনে করেছিলাম।

Advertisment

আলোচনা এবং কূটনীতির উপর জোর দেওয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে ভারত। আমরা আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছি। ভারত ইজ রায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা জানায়। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর আমরা গাজায় মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময়ই গ্লোবাল সাউথের দেশগুলোকে বৃহত্তর বৈশ্বিক মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

modi