Advertisment

‘যোগী সরকারের মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ’, সুলতানপুরে প্রশংসা প্রধানমন্ত্রীর

Uttar Pradesh: ‘আমি উত্তর প্রদেশের সাংসদ এবং প্রধান সেবক হিসেবে কাজ করে চলেছি। এই এক্সপ্রেসওয়ে রাজ্যকে নতুন দিশা দেখাবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
BJP assures security and development of Punjab, says PM Narendra Modi

সুলতানপুরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: বিজেপি/ ট্যুইটার

Uttar Pradesh: মঙ্গলবার থেকে সরকারিভাবে বায়ুসেনার জন্য খুলে গেল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পাশাপাশি রাজ্যের পূর্বপ্রান্ত থেকে দিল্লি-সহ লখনউ এবং কানপুরে পৌঁছতেও কার্যকরী ভূমিকা নেবে এই এক্সপ্রেসওয়ে। পাশাপাশি আপদকালীন পরিস্থতিতে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার এই এক্সপ্রেসওয়েকে রানওয়ে হিসেবে ব্যবহার করবে বায়ুসেনা। উঠতে এবং নামতে পারবে যুদ্ধ বিমান। এদিন প্রধানমন্ত্রীকে নিয়ে সি-১৩০ হারকিউলিস বিমানে অবতরণ করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর নরেন্দ্র মোদির উপস্থিতিতেই বায়ু সেনার জন্য খুলে দেওয়া হয় এই এক্সপ্রেসওয়ে। কাওয়াল খেড়ির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।

Advertisment

এঁদের উপস্থিতিতেই সাড়ে ৪ বছরের উত্তর প্রদেশের উন্নয়ন পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি উত্তর প্রদেশের সাংসদ এবং প্রধান সেবক হিসেবে কাজ করে চলেছি। এই এক্সপ্রেসওয়ে রাজ্যকে নতুন দিশা দেখাবে। পিছিয়ে থাকা পূর্বাঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।‘

publive-image
এক্সপ্রেসওয়েতে সি-১৩০ বিমান অবতরণের পরমুহূর্ত। ছবি: বিজেপি/ ট্যুইটার

তাঁর দাবি, ‘গত কয়েক বছরে রাজ্যজুড়ে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। যোগী সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে কাজ করছে। আমূল বদলে গিয়েছে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি। পরিকাঠামো উন্নয়নের সঙ্গে বিনিয়োগেও সামনের দিকে এগিয়েছে রাজ্য।‘ পূর্বতন সরকার তাঁকে এই রাজ্যে উন্নয়নের কাজ করতে দেয়নি। এই অভিযোগ এদিন সুলতানপুরে করেছেন প্রধানমন্ত্রী।   

জানা গিয়েছে, ২০১৮-র জুলাইয়ে প্রধানমন্ত্রীই আজমগড় থেকে এই এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেন। প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকায় তৈরি হয়েছে এই এক্সপ্রেসওয়ে। যদিও আগামি বছরের ভোটের কথা মাথায় রেখে এক্সপ্রেসওয়ের গুণগত মানের সঙ্গে আপোস করেছে যোগী সরকার। সোমবার এভাবেই সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi uttar pradesh yogi adityanath Purvanchal Expressway
Advertisment