হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইজরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতার মধ্যে আলাপ-আলোচনায় উঠে এসেছে প্যালেস্তাইন ইস্যু। COP28 ওয়ার্ল্ড ক্লাইমেট সামিটের ফাঁকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে প্যালেস্তাইন ইস্যু নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।ইজরায়েল ও প্যালেস্তাইনি চরমপন্থী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ চলছে। শুক্রবার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করেছেন।এই সময়, প্রধানমন্ত্রী মোদী সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইজরায়েল-প্যালেস্তাইন সমস্যার দ্রুত এবং স্থায়ী সমাধানের জন্য ভারতের সমর্থনের প্রতি জোর দেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ অক্টোবরের হামাসের নির্মম হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং বন্দি মুক্তিকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অবিচ্ছিন্ন এবং নিরাপদ পদ্ধতিতে ক্ষতিগ্রস্থ লোকদের কাছে মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
COP28 ওয়ার্ল্ড ক্লাইমেট সামিটের ফাঁকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে প্যালেস্তাইন ইস্যু নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এপ্রসঙ্গে আইজ্যাক হারজোগ সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেন, “আমি সারা বিশ্বের অনেক নেতার সঙ্গে দেখা করেছি। মোদীর সঙ্গে আলাপ-আলোচনা চলাকালীন আমি তাঁকে জানিয়েছি, কিভাবে হামাস নির্লজ্জভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পাশাপাশি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রসঙ্গ নিয়েই মোদীর সঙ্গে কথা হয়েছে"।
উল্লেখ্য গত ৭ অক্টোবর সকালে হামাস হঠাৎ ইজরায়েলের উপর রকেট হামলা চালায়। এর পর ইজরায়েল পালটা যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমরা যুদ্ধে জিতবই। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধে প্যালেস্তাইনের ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যেখানে ইজরায়েলের ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।