/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/modi-1-1.jpg)
প্রধানমন্ত্রী মোদী
রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় ভারতের ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনায় ভারতীয় স্বাস্থ্য় পরিষেবায় বিশ্বের মধ্য়ে সবথেকে এ দেশেই বেশি সুস্থতার হার, এমন কথাই বলেছেন মোদী। পাশাপাশি নমো বলেছেন, ১৫০টিরও বেশি দেশকে চিকিৎসা ও অন্য়ান্য় ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। অতিমারী পরিস্থিতিতে বিশ্বে সম্প্রীতি বজায় রাখতে ভারতের অবদানের কথাও এদিন বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন নমো।
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ''ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক, ইবোলা পরিস্থিতি হোক কিংবা ম্য়ান-মেড সংকট, ভারত সর্বদা এগিয়ে এসেছে। করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ১৫০টিরও বেশি দেশকে চিকিৎসা ও অন্য়ান্য় ক্ষেত্রে সহযোগিতা করেছি''। রাষ্ট্রসংঘের মঞ্চে নমো বলেছেন, ''আমাদের লক্ষ্য় একটাই, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস''।
আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু আমেরিকা-ব্রাজিলের থেকে কম, তবে সংক্রমণ ছুঁল ১০ লক্ষ
From the very beginning, India has actively supported the UN's development work and the ECOSOC. The first president of ECOSOC was an Indian. India also contributed to shaping the ECOSOC agenda: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 17, 2020
মোদী আরও বলেন, ''একদম শুরুর দিন থেকে রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক কাজকে সক্রিয়ভাবে সমর্থন করে এসেছে ভারত। রাষ্ট্রসংঘে ইকোনমিক অ্য়ান্ড সোশ্য়াল কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ভারতীয়''।
উল্লেখ্য়, রাষ্ট্রসংঘের ৭৫ তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, গত ১৭ জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনে যেভাবে সাফল্য় অর্জন করেছে ভারত, তারপর নমোর এমন ভাষণ উল্লেখযোগ্য় বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন