ঘরবন্দি, দুঃসহ অবস্থায় কেটেছে ২০২০। মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন বহু। প্রাণ গিয়েছে অনেকের। বিশ্বজুড়ে হাহাকার। বিপন্ন দেশের অর্থনীতি। চরম দুর্ভোগে পড়েছিলেন পরিযায়ী শ্রমিক সহ সমাজের প্রান্তিক শ্রেণি। ভয়াবহ অতীত ভুলে তাই নতুন বছরের শুরুতেই সুস্বাস্থ্যের প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
দেশবাসীকে নতুন বছর ২০২১-এর শুভেচ্ছা জানাতে গিয়ে শুক্রবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'সবাইকে নতুন বছর ২০২১-এর শুভেচ্ছা। নতুন বছরে সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।'
Wishing you a happy 2021!
May this year bring good health, joy and prosperity.
May the spirit of hope and wellness prevail.
— Narendra Modi (@narendramodi)
Wishing you a happy 2021!
May this year bring good health, joy and prosperity.
May the spirit of hope and wellness prevail.— Narendra Modi (@narendramodi) January 1, 2021
1, 2021
নতুন বছরের শুরুতেই বহু প্রতীক্ষিত লাইট হাউস প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৬টি শহরে একযোগে লাইট হাউস তৈরির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর দাবি, জনকল্যাণে সর্বোত্তম প্রযুক্তির ব্যবহার এর দ্বারা পরিলক্ষিত হবে। দেশবাসীকে গর্বিত করবে। এই প্রকল্প দেশের শহরাঞ্চলের কাঠামো বদলে দেবে।
কেন্দ্রীয় তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা। এক মাসেরও বেশি সময় ধরে চলছে প্রতিবাদ। কেন্দ্র-বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলোর মধ্যে ৬ দফা বৈঠক হয়েছে। শেষ আলোচনায় চারটির মধ্যে দু'টি বিষয় সমাধান সূত্র মিলেছে বলে দাবি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের।
তবে সুকৌশলে এ দিন কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলে মোদী সরকারকে কটাক্ষ করেছেন কংদ্রেস সাংসদ রাহিুল গান্ধী। টুইট বার্তায় প্রথমে কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, 'গতবছর আমরা যাঁদের হারিয়েছি, নতুন বছরের শুরুতে তাঁদের স্মরণ করি। যারা আমাদের রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।'
এরপরই কেন্দ্রকে নিশানা করে তাঁর খোঁচা, 'যে সমস্ত কৃষক এবং শ্রমিকরা অসৎ শক্তির বিরুদ্ধে সম্মান এবং সততার সঙ্গে লড়াই করছে, আমার হৃদয় সবসময় তাঁদের সঙ্গে থাকবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।'
As the new year begins, we remember those who we lost and thank all those who protect and sacrifice for us.
My heart is with the farmers and labourers fighting unjust forces with dignity and honour.
Happy new year to all. pic.twitter.com/L0esBsMeqW
— Rahul Gandhi (@RahulGandhi)
As the new year begins, we remember those who we lost and thank all those who protect and sacrifice for us.
My heart is with the farmers and labourers fighting unjust forces with dignity and honour.
Happy new year to all. pic.twitter.com/L0esBsMeqW— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2020
31, 2020
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন