উৎসবের মরশুমে ওমিক্রন আতঙ্কে ত্রস্ত ভারত তথা গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একনজরে দেখে নিন কী বললেন তিনি-
আতঙ্কিত হবেন না। দেশে এই মুহূর্তে লক্ষাধিক আইসিইউ বেড রয়েছে। দেশে অক্সিজেন সরবরাহের কোনও সমস্যা নেই। সবাই কোভিড বিধি মেনে চলুন।
যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি দেশ।
দেশের ৬১ শতাংশের বেশি মানুষ টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছেন।
দেশকে সুরক্ষিত রাখতে এবং দেশবাসীকে সুরক্ষিত রাখতে আমরা নিরন্তর কাজ করে চলেছি।
দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে।
দেশে দ্রুত নাসাল ভ্যাকসিন এবং ডিএনএ ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ আগামী বছর ১০ জানুয়ারি থেকে দেওয়া শুরু হবে।
৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের দেওয়া হবে টিকা।
১০ জানুয়ারি থেকে কোমর্বিডিটি আছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন