Advertisment

মোদীর গলায় ভূয়সী প্রশংসা, বিরোধীদের দাবি খারিজ করে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন প্রধানমন্ত্রী

'ডিজিটালাইজেশন ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে',দাবি মোদীর

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi speech, g20 development ministers meet, g20 meeting varanasi, pm modi g20 speech, pm modi digitalisation, india digitalisation, pm modi news, s jaishankar, indian express"

জি ২০ ডেভেলপমেন্ট মিনিস্টারদের বৈঠক শুরু হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। রবিবার সন্ধ্যায় তাঁরা বারাণসীর বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি দেখে কার্যত মুগ্ধ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে তিনদিনের এই G-20 ডেভেলপমেন্ট মিনিস্টারদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এবং প্রতিনিধিদের স্বাগত জানান। এই সময়ে, প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার সময় বলেn,'কাশী শতাব্দী ধরে জ্ঞান, আলোচনা, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার কেন্দ্র'।

Advertisment

ভারত বিশ্বের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত, বারাণসীতে G-20 বৈঠকে অনুষ্ঠানে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর। পাশাপাশি মোদী এদিন তাঁর ভাষণে বলেন, 'ডিজিটালাইজেশন ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে'। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, যে 'G20 উন্নয়ন এজেন্ডা এখন কাশীতে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'গ্লোবাল সাউথের জন্য উন্নয়ন একটি বড় সমস্যা। গ্লোবাল সাউথের দেশগুলি বিশ্বব্যাপী কোভিড মহামারী কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল এবং পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কারণে খাদ্য, জ্বালানী ও সার সংকটের কথা উল্লেখ করে মোদী বলেন, এই সংকট গ্লোবাল সাউথের উন্নয়নের জন্য আরেকটি বড় ধাক্কা । পাশাপাশি তিনি বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী মোদী ভারতের নারী শক্তির কথাও উল্লেখ করে বলেন, ভারতে আমরা শুধু নারীর ক্ষমতায়নে সীমাবদ্ধ নই,মহিলারা আজ দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। উন্নয়নের এজেন্ডা নির্ধারণ করছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে আজ (১২ জুন) G-20 দেশগুলির মন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় ভাষণ দেন এবং প্রতিনিধিদের স্বাগত জানান। মোদী বলেন, 'আমি খুশি যে G-20-এর উন্নয়ন এজেন্ডা কাশীতেও পৌঁছেছে'। রবিবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে ১৩ই জুন পর্যন্ত।

বৈঠকে অর্থনৈতিক মন্দা, ঋণ সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণ ও , ক্রমবর্ধমান দারিদ্র্য ও বৈষম্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা,জীবিকার সংকট এবং ভূ-রাজনৈতিক সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

modi
Advertisment