'ফাইভ জি' পরিষেবা টেলি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনে দিয়েছে। এবার ৬জি-তে গোটা বিশ্বকে পথ দেখাবে ভারত। দিল্লিতে আয়োজিত ভারতীয় মোবাইল কংগ্রেসের সপ্তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৫জি আত্মপ্রকাশের পর মাত্র এক বছরের দেশের জনসংখ্যার ৮০ শতাংশ মানুষের কাছে ৫জি পরিষেবা পৌঁছে গিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। গোটা বিশ্ব এখন ভারতের তৈরি বা 'মেড ইন ইন্ডিয়া' ফোন ব্যবহার করছে বলেও মোদী দাবি করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি।
প্রগতি ময়দানে তিন দিনব্যাপী শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট IMC 2023 । এই ইভেন্টটি আগামী তিন দিন ধরে চলবে ইভেন্টে 5G এবং 6G সম্পর্কে বেশ কিছু কিছু বড় ঘোষণা করা হবে। এছাড়া টেলিকম কোম্পানিগুলো তাদের সর্বশেষ আপডেট সম্পর্কেও নানান তথ্য প্রকাশ্যে আনবে।
এই ইভেন্টে 5G এর উন্নয়ন এবং 6G চালু করার বিষয়েও আলোচনা করা হবে। তিন দিনের এই অনুষ্ঠানে, এআই, সেমিকন্ডাক্টর নিয়ে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের প্রধান টেলিকম সংস্থাগুলি যেমন Jio, Airtel এবং Vi 5G সম্পর্কিত তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ইভেন্টে আলোচনা করবে ।
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে এশিয়ার বৃহত্তম প্রযুক্তি প্ল্যাটফর্ম, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2023-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং টেলিকম শিল্পের বিশিষ্ট নেতৃবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তিত বিশ্বে, এই ইভেন্টে কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে৷ একটা সময় ছিল যখন আমরা ভবিষ্যতের কথা বলতাম, যার অর্থ ছিল পরবর্তী দশক বা পরের শতাব্দী। কিন্তু আজ প্রযুক্তির পরিবর্তনের কারণে আমরা বলি যে ভবিষ্যত এখানে এবং এখন।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা 6G প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষস্থানীয় হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 2G কেলেঙ্কারির কথা উল্লেখ করে তিনি ইউপিএ সরকারকেও কটাক্ষ করেন। তিনি বলেন, "আমরা শুধু দেশে 5G প্রসারিত করছি না বরং 6G প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার দিকেও এগিয়ে যাচ্ছি"। প্রধানমন্ত্রী মোদী বলেন, "সম্প্রতি, গুগল ভারতে তার পিক্সেল ফোন তৈরির ঘোষণা করেছে। ভারতে স্যামসাংয়ের ফোল্ড 5 মোবাইল ফোন এবং অ্যাপলের আইফোন 15 তৈরি করা হচ্ছে। আমরা গর্বিত যে বিশ্ব এখন মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন ব্যবহার করছে"।