রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ত্রাতা মোদীই! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। দুই দেশই যুদ্ধের অবসানে ভারতের বিশেষ গুরুত্বের উপর আলোকপাত করেছে। জেলেনস্কি-পুতিন উভয়ের সঙ্গে কথা বলে মোদী যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর সবরকমের মানবিক সমর্থনের আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী মোদীকে দুই দেশের রাষ্ট্রনেতারাই তাদের দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী শেষবার ২০১৮ সালে রাশিয়া সফর করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। রাশিয়া- ইউক্রেন সংঘাতের দ্রুত সমাপ্তিতে ভারতের সমর্থনের কথা ফের একবার জেলেনস্কিকে জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কিকে জানিয়েছেন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে ভারত। এদিকে জেলেনস্কি ইউক্রেনের জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তার প্রশংসা করেছেন।
মোদী 'এক্স'-এ একটি পোস্টে বলেছেন, "ভারত-ইউক্রেন অংশীদারিত্বকে শক্তিশালী করার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়েছে"। শান্তি প্রচেষ্টায় ভারতের সমর্থন সব সময়ের জন্য থাকবে এবং রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের দ্রুত অবসানের কথা জানান মোদী।
জেলেনস্কির সঙ্গে কথা বলার আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তাদের মধ্যে টেলিফোনে কথোপকথনের সময়, দুই নেতা ভারত-রাশিয়া 'কৌশলগত অংশীদারিত্ব'কে আরও জোরদার করতে সম্মত হন।
ভারত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের জন্য কূটনীতি এবং আলোচনার উপর জোর দিয়েছে। বিদেশ মন্ত্রক একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে, "ভারত চায় যে দুই দেশের মধ্যে আলোচনা, কূটনীতি, ক্রমাগত সংলাপ হওয়া উচিত যাতে উভয় পক্ষই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে"।