Advertisment

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ থামাতে মোদীর ওপরেই ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের, হোয়াইট হাউসের বিরাট বার্তা

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত”।

author-image
IE Bangla Web Desk
New Update
"john kirby, white house, pm modi can convince putin, ukraine war, pm modi can convince putin, modi russia ukraine war, PM Modi can convince Putin to end ukraine war, white house pm modi russia invasion",

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ থামাতে পারেন একমাত্র মোদী! মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট আস্থা

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ থামাতে পারেন একমা্ত্র মোদী! হোয়াইট হাউসের বিরাট আস্থা। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত”।

Advertisment

গত এক বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। আমেরিকাসহ পশ্চি্মের দেশগুলোর কাছ থেকে একাধিকবার সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কোন ইঙ্গিত না থাকলেও এরই মধ্যে আমেরিকার পক্ষ থেকে বড় ধরনের বিবৃতি সামনে এসেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত শেষ করার যে কোন প্রকার পদক্ষেপকে স্বাগত জানাবে

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীই একমাত্র এই যুদ্ধ থামাতে পারেন। আমরা তাঁর প্রচেষ্টাকে স্বাগত জানাব।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন প্রধানমন্ত্রী মোদী?

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, "আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে পুতিনের হাতে এখনও সময় আছে। আমরা ইউক্রেন-রাশিয়া সংঘাত শেষ করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদীর নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাব।"

'আর যুদ্ধের যুগ নেই'

কয়েকদিন আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এখন যুদ্ধের সময় নয়। উজবেকিস্তানের সমরকন্দে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী এই কথা বলেন। মোদীর সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। জন কিরবি বলেছেন যে ‘প্রধানমন্ত্রী মোদীর বিশ্বাস সঠিক’ এবং আমেরিকা সব সময় মোদীর এই ধরণের সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত। একাধিক আন্তর্জাতিক মিডিয়াও মোদীর এই বিবৃতির প্রশংসা করেছে।

পুতিনকে দায়ী করেছে হোয়াইট হাউস

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য প্রেসিডেন্ট পুতিনকেই সরাসরি দায়ী করেছেন। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে "ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের জন্য সরাসরি দায়ি”। জন কিরবি জোর দিয়েছিলেন যে চলমান এই সংঘাত অবশ্যই শেষ হওয়া উচিত। তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বিডেন যুদ্ধ শেষ করার জন্য একাধিকবার পুতিনকে আবেদন করেছেন, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি”।আমেরিকা মনে করে এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত।

Russia-Ukraine Conflict Vladimir Putin Joe Biden modi USA
Advertisment