Advertisment

রীতি বজায় রেখেই দিওয়ালি উদযাপন, সেনাকর্মীদের সঙ্গে আলোর উৎসবে সামিল মোদী

প্রধানমন্ত্রী বিএসএফ-এর সঙ্গে দীপাবলি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, modi, narendra modi, pm modi diwali, where modi celebrated diwali, modi diwali with soldiers, lepcha, himachal pradesh"

রীতি বজায় রেখেই দিওয়ালি উদযাপন, সেনাকর্মীদের সঙ্গে আলোর উৎসবে সামিল মোদী

বিএসএফ জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপনে মাতলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সকালে, প্রধানমন্ত্রী বিএসএফ-এর সঙ্গে দীপাবলি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা পৌঁছেছেন।

Advertisment

এবারও সেনা ও বিএসএফ জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে প্রধানমন্ত্রী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা পৌঁছেছেন। এর পরে, আজই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LOC) সংলগ্ন ছাম্ব সেক্টরে যাওয়ার কথা মোদীর । যদিও শনিবার গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী বা জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে সংশ্লিষ্ট সামরিক ইউনিট তাকে স্বাগত জানাতে প্রস্তুতিতে ব্যস্ত। বিকেলে দিল্লিতে ফিরবেন তিনি।  তিনি একটি সামরিক সম্মেলনেও ভাষণ দেবেন। গত বেশ কয়েক বছর ধরেই সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করছেন প্রধানমন্ত্রী মোদী।

২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে, তিনি সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোর আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে তাদের সঙ্গে দিওয়ালির অনুষ্ঠানে সামিল হন এবারও তার কোন ব্যাতিক্রম হয়নি। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৪-২০২২ কোথায় কোথায় দিওয়ালি উদযাপন করেছেন মোদী।  

২০১৪ সালে সিয়াচেন হিমবাহে

২০১৫ সালে পাঞ্জাবের অমৃতসরে

২০১৬ সালে হিমাচল প্রদেশের কিন্নৌরে

২০১৭ সালে জম্মু ও কাশ্মীরের গুরেজ উপত্যকায়

২০১৮ সালে উত্তরাখণ্ডের কেদারনাথে

২০১৯ সালে জম্মু বিভাগের রাজৌরিতে

২০২০ সালে রাজস্থানের জয়সলমেরে

২০২১ সালে রাজৌরি জেলার নওশেরা

২০২২ সালে জম্মু ও কাশ্মীরের কার্গিলে

 জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরায় শনিবার রাতে ভারতীয় সেনা কর্মকর্তা ও সৈন্যরা দিওয়ালি উদযাপন করেছেন। সেনারা সীমান্তে মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উত্সব উদযাপন করেছে। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময় একজন সেনা কর্মী বলেছিলেন যে অবশ্যই আমরা পরিবার এবং বাড়ি থেকে দূরে আছি, তবে ভারতীয় সেনাবাহিনীও আমাদের পরিবার। সীমান্ত আমাদের বাড়ি। তাই আমরা আমাদের বাড়ি এবং পরিবারের সঙ্গেই দীপাবলি উদযাপন করছি। সেই সঙ্গে দেশবাসীকে দীপাবলির উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।

modi Diwali
Advertisment