Advertisment

গুরুনানকের প্রসঙ্গ এনে কৃষকদের আলোচনায় বসার বার্তা মোদীর

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রের কৃষি আইন নিয়ে জট এখনও কাটেনি। এখনও কৃষক ও কেন্দ্রের মধ্যে অচলাবস্থা এখন অব্যাহত। এরই মধ্যে শিখদের ধর্মগুরু গুরুনানকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আলোচনা এখন জারি রাখা উচিত।

Advertisment

বৃহস্পতিবার সংসদ ভবনের ভূমিপুজো করে পরবর্তী অনুষ্ঠানে তিনি বলেন, "প্রশাসন ছাড়াও গণতন্ত্র সর্বদাই মতামতের পার্থক্য নিরসনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। পার্থক্য একটি গণতন্ত্রকে জোরদার করে। যদিও মতভেদের একটি নির্দিষ্ট স্থান থাকা উচিত, সেখানে কোনও সংযোগ বিচ্ছিন্ন হওয়া উচিত নয়।"

আরও পড়ুন, পরিকল্পিত হিংসা! নাড্ডার কনভয়ে হামলায় রাজ্য সরকারকে বিঁধলেন শাহ

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরুনানকের শিক্ষার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গুরু নানক বলেছিলেন, যতদিন পৃথিবী বিদ্যমান, সংলাপ অবশ্যই চলতে হবে। কথা বলা এবং শোনা সংলাপের কেন্দ্রবিন্দুতে। এটাই গণতন্ত্রের প্রাণ। নীতি ও রাজনীতিতে পার্থক্য থাকতে পারে তবে মানুষের সেবা করার শেষ লক্ষ্য নিয়ে কোনও মতপার্থক্য হওয়া উচিত নয়। ”

বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম মেনেই এদিন শুরু হয় নতুন সংসদের ভূমিপুজনের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু। এদিন প্রধানমন্ত্রী বলেন, “পুরোনো সংসদ ভবনটির এবার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। আজ একটি ঐতিহাসিক দিন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Movement PM Narendra Modi
Advertisment