প্রধানমন্ত্রী হিসাবে প্যারিসে ইতিহাস সৃষ্টি মোদীর। পেলেন ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান , 'লিজিয়ন অফ অনার'। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। গতকাল মোদী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দু'দিনের ফ্রান্স সফরে গিয়েছেন। প্যারিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' প্রদান করেছেনফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এটি সর্বোচ্চ ফরাসি নাগরিক সম্মান। প্রধানমন্ত্রী মোদীই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পেয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' প্রদান করেছেন। মোদীর আগে বিশ্বের বহু নেতা এই সম্মানে ভূষিত হয়েছেন। দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছাতেই প্রধানমন্ত্রী মোদীকে প্যারিসে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর একাধিক নেতার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। দু'দেশের মধ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। এর পর প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী UPI, চন্দ্রযান-৩ এবং দারিদ্র্যের মতো বিষয়গুলি উল্লেখ করেছেন। ভাষণ শেষে মোদী প্যারিসের এলিসি প্যালেসে পৌঁছেছেন, যেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এক নৈশভোজে অংশ নেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে ফ্রান্সের সঙ্গে ভারতের কয়েক দশকের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তার ভাষণে, প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও 'স্মরণ' করেছেন। প্রধানমন্ত্রী বলেন, 'ফ্রান্সের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো, এটা আমি কখনো ভুলতে পারব না। প্রায় ৪০ বছর আগে গুজরাটের আহমেদাবাদে একটি ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র চালুর কথা স্মরণ করেন মোদী। তিনি বলেন, 'ভারত গণতন্ত্রের জননী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভারতে ১০০ টিরও বেশি ভাষা, হাজারের বেশি উপভাষা রয়েছে। এই ভাষায় দৈনিক ৩২,০০০টিরও বেশি সংবাদপত্র প্রকাশিত হয়।