/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-179.jpg)
ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভুষিত হলেন প্রধানমন্ত্রী মোদী।
ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভুষিত হলেন প্রধানমন্ত্রী মোদী। ফিজির প্রধানমন্ত্রী সিতিভনি রাবুকার তরফে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান দেওয়া হয়েছে। এই প্রথম ফিজির বাইরের কোনও ব্যক্তিত্বকে এই দেশের সেরা এবং উচ্চ সম্মানে ভূষিত হলেন। যার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে পালাউ প্রজাতন্ত্রের ইবাকাল পুরস্কারে সম্মানিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন এবং FIPIC-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের পর অনেক দেশের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় ফিজির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে তার দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। ৬ দিনের বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি প্রথমে হিরোশিমা এবং তারপর পাপুয়া নিউগিনিতে প্রশংসিত হন। বিশ্বনেতা হিসেবে প্রধানমন্ত্রী মোদির মর্যাদা কতটা বেড়েছে তা তার সফর থেকেই অনুমান করা যায়।
প্রধানমন্ত্রী মোদী তার তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে ২১ মে পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন। প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর হিসাবে মোদীর পাপুয়া নিউগিনিতে প্রথম সফর। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বিমানবন্দরে পা ছুঁয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। ফিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করার পরপরই পাপুয়া নিউ গিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়েছেন।
PM Narendra Modi has been conferred the highest honour of Fiji by the PM of Fiji: Companion of the Order of Fiji in recognition of his global leadership.
Only a handful of Non-Fijians have received this honour till date. pic.twitter.com/et71OYnL2k— ANI (@ANI) May 22, 2023
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে ঐক্যের বার্তা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি সম্মানে পুরস্কৃত করা হয়েছে৷ পাপুয়া নিউ গিনির খুব কম অনাবাসী এই পুরস্কার পেয়েছেন।