‘কট্টর’নকশালবাদকে শেষ করা স্রেফ সময়ের অপেক্ষা! 'কংগ্রেস সরকার সমর্থন করলে নকশালবাদ এতদিনে শেষ হয়ে যেত'। শনিবার ছত্তিশগড়ের ‘কট্টর’ নকশালবাদ নিয়ে এভাবেই কংগ্রেসকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে ধর্মান্তর নিয়ে বড় দাবি করেন তিনি।
শনিবার ছত্তিশগড়ের কাঙ্কেরে এক জনসভায় বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত নয় বছরে বামপন্থী উগ্রবাদের প্রভাব কয়েকটি জেলায় সীমাবদ্ধ রয়েছে। কংগ্রেস সরকার যদি মাওবাদী প্রভাবিত রাজ্য ছত্তিশগড়ে পূর্ণ সহযোগিতা করত, তাহলে এই সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত। রাজনাথ সিং জোর করে ধর্মান্তরকরণের জন্য কংগ্রেস সরকারকেও নিশানা করেন এবং তা অবিলম্বে বন্ধের বিষয়ে জোরালো সওয়াল করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত য়াজ এগিয়ে চলেছে। যদি কোন প্রতিবেশী দেশ ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে ,ভারতের দিকে চোখ তুলে তাকায়, তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে’।
এই সময় সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কথা বলেছেন রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যখন উরি এবং পুলওয়ামায় আমাদের জওয়ানদের উপর হামলা হয়েছিল, তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি মোদীজির কাছে গিয়েছিলাম, এবং ১০ মিনিটের মধ্যে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। আমরা শুধু সীমান্তের এপারে নয়, প্রয়োজনে সীমান্তের ওপারে গিয়েও মারতে পারি। "
ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত কাঙ্কের জেলায় মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় ভাষণ দিতে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তাঁর ভাষণে বলেন, “ছত্তিশগড় দীর্ঘদিন ধরে নকশালবাদের বিরুদ্ধে লড়াই করছে। নয় বছরে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উগ্রবাদের প্রভাব কমেছে। মাত্র ১০-১২ টি জেলার মধ্যে তা সীমাবদ্ধ। এর মধ্যে কয়েকটি জেলা ছত্তিশগড়েই রয়েছে।
ছত্তিশগড় রাজ্য গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকার কথা স্মরণ করে রাজনাথ সিং বলেন, ‘অটলজির উদ্দেশ্য ছিল উন্নয়নের যাত্রায় পিছিয়ে থাকা আদিবাসীদের এগিয়ে আনা। এই কথা মাথায় রেখে তিনি ছত্তিশগড় ও ঝাড়খণ্ড রাজ্য তৈরি করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘কংগ্রেস দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও আদিবাসীদের কল্যাণের কথা ভাবেনি’।