'মোদী নিরক্ষর', জেল থেকেই বিস্ফোরক চিঠি সিসোদিয়ার। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জেল থেকে এক খোলা চিঠিতে মোদীকে নিরক্ষর বলে উল্লেখ করে বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত, তাই তিনি দেশের ক্ষতি করছেন'।
জেল থেকে প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে চিঠিতে তিনি লিখেছেন প্রধানমন্ত্রীর কম শিক্ষিত হওয়া দেশের জন্য বিপজ্জনক। সিসোদিয়া অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী শিক্ষার গুরুত্ব বোঝেন না এবং মোদী জমানায় দেশে প্রায় ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে'।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সিসোদিয়া বলেন, দেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর শিক্ষিত হওয়া একান্ত প্রয়োজন। জেল থেকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী মোদীর সাংবিধানিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সিসোদিয়া। তিনি তার চিঠিতে বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যেহেতু স্বল্প শিক্ষিত, সেহেতু বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নানান বিষয়ে তাকে দিয়ে সাক্ষর করিয়ে নেন। অশিক্ষিত হওয়ায় প্রধানমন্ত্রী তা বুঝতেও পারেন না'।
সিসোদিয়া আরও বলেন, দেশের তরুণরা আজ সবসময় নতুন সুযোগের অপেক্ষাইয় থাকেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দেয় দেশের তরুণরা। একজন স্বল্প শিক্ষিত প্রধানমন্ত্রীর আজকের তরুণদের স্বপ্ন পূরণের ক্ষমতা আছে? তিনি বলেন, দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, তাই সরকারি স্কুলের সংখ্যাও বাড়ানো উচিত!'