‘ভারত থেকে শিখুন’...'! ‘মেক ইন ইন্ডিয়ার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় সুর চড়ালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদি 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির প্রচার করে সঠিক কাজ করছেন। আসলে, পুতিন চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে (EEF) রাশিয়ান তৈরি গাড়ি নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে একথা বলেছেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ভারতের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। ভারতে এখন বেশিরভাগ উৎপাদিত পণ্য গাড়ি এবং জাহাজের মত শিল্প মেক ইন ইন্ডিয়ার অধীনে করা শুরু করেছে এই ক্ষেত্রে, প্রধানমন্ত্রী মোদীর মেড ইন ইন্ডিয়া ব্যবহারে মানুষকে উৎসাহিত করে সঠিক কাজ করছেন। পাশাপাশি তিনি অভ্যন্তরীণভাবে তৈরি গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।
পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের মাধ্যমে রাশিয়া উপকৃত হবে। তাঁর মতে এই প্রকল্প দেশের জন্য উপকৃত হবে। ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে পুতিন বলেন, নতুন অর্থনৈতিক করিডোর তৈরিতে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও ভারতের সঙ্গে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে রাশিয়া উপকৃত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আইএমইসি তার দেশকে লজিস্টিক উন্নয়নে সহায়তা করবে। এই প্রকল্পটি কয়েক বছর ধরে আলোচনার অধীনে ছিল।