scorecardresearch

কৃষিক্ষেত্রে বিপ্লব, ‘কিষাণ ড্রোন’ পরিষেবার সূচনা মোদীর

ড্রোন সেক্টরে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা বিশ্বকে একটি নতুন নেতৃত্ব দেবে। আশা প্রধানমন্ত্রীর।

modis speech at matua dharma maha mela 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশব্যাপী ১০০টি ‘কিষাণ ড্রোন’ পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী। পরে আশাপ্রকাশ করে তিনি জানান, ড্রোন সেক্টরে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা বিশ্বকে একটি নতুন নেতৃত্ব দেবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ড্রোনের ব্যবহার একবিংশ শতাব্দীর আধুনিক কৃষি সুবিধার দিকনির্দেশনার এক নতুন অধ্যায়। আমি নিশ্চিত যে এই সূচনা শুধুমাত্র ড্রোন সেক্টরের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে না। এছাড়াও সীমাহীন সম্ভাবনা বাড়িয়ে দেবে।’

বাজেটের আগেই আশ্বাস ছিল যে কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানাভাবে সহায়তা করবে কেন্দ্র। তারই উদাহরণ কিষাণ ড্রোন পরিষেবা। এর ফলে জমিতে সার দেওয়া, কীবটনাশক দেওয়ায় সুবিধা পাবেন কৃষকরা। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা তাও সহজে নজর রাখতে পারবেন কৃষকরা।

প্রধানমন্ত্রীর দাবি, ‘কিষাণ ড্রোন একটি নতুন বিপ্লবের সূচনা। কৃষকরা আগামী সময়ে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করে ফল, শাকসবজি এবং ফুল কম সময়ে বাজারে পরিবহণ করতে পারবেন, ফলে তাঁদের আয়-ও বাড়াতে পারে।’

Read in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Pm modi flags off 100 kisan drones