রাজস্থানে প্রথম বন্দে ভারতের সূচনা, মোদীর হাত ধরেই দেশে শুরু হয়েছে ভ্রমণ বিল্পব। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই রাজস্থান পেল প্রথম বন্দে ভারত ট্রেন। মোদী আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজমীর থেকে দিল্লি ক্যান্টমেন্ট পর্যন্ত রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন।
উত্তর পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ বলেন, ১২ এপ্রিল, ট্রেন নম্বর 09617, জয়পুর-দিল্লি ক্যান্টমেন্ট বন্দে ভারত উদ্বোধনী বিশেষ ট্রেনটি জয়পুর থেকে সকাল ১১টায় ছেড়ে যাবে এবং বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টমেন্ট পৌঁছাবে৷ উদ্বোধনী বিশেষ ট্রেন পরিষেবাটি থামবে গান্ধীনগর জয়পুর, বাসি, দৌসা, বান্দিকুই, রাজগড়, আলওয়ার, খয়েরথাল, রেওয়ারি, পতৌদি রোড, গাড়ি হারসারু এবং গুরগাঁও স্টেশনে।
আগামী ১৩ এপ্রিল থেকে প্রতিদিন ছুটবে এই বিশেষ সেমি হাইস্পিড ট্রেন। বুধবার জয়পুর থেকে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত ছুটবে রাজস্থানের এই বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য নিয়মিত পরিষেবা দেবে দ্রুতগতির এই ট্রেন। ফ্ল্যাগ অফের দিন জয়পুর ও দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে যাতায়াত করলেও, ট্রেনটির নির্ধারিত যাত্রাপথ আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত। সপ্তাহে ৬ দিন (বুধবার বাদে) চলবে এই ট্রেন। জানা গিয়েছে আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রেনটির ভাড়া ৮০০ টাকা। যদিও এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
উত্তর পশ্চিম রেলওয়ের চারটি বিভাগে অবস্থিত বিভিন্ন স্কুলের পড়ুয়াদের জন্য কুইজ, অঙ্কন, চিত্রাঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ৫০০-এর বেশি পড়ুয়াদের উদ্বোধনী বিশেষ বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। এই প্রথম ছাত্রদের বিনা খরচে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পশ্চিম রেল। মাত্র ৫ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পৌঁছে যাবে বন্দে ভারত ট্রেন। শতাব্দী এক্সপ্রেস দিল্লি ক্যান্টনমেন্ট থেকে আজমের স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় নেয় ৬ ঘণ্টা ১৫ মিনিট। অর্থাৎ, শতাব্দীর থেকেও এক ঘণ্টা কম সময়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে মোদীর স্বপ্নের এই সেমি হাইস্পিড ট্রেন।