Advertisment

চাকা গড়াল সপ্তদশ বন্দে ভারতের, বিদ্যুৎ গতিতে এবার কোথা থেকে কোথায় গন্তব্য?

মাত্র পৌনে পাঁচ ঘন্টায় পৌঁছে যান...

author-image
IE Bangla Web Desk
New Update
vande bharat express stopped at dhupguri for near about 2 hours

বন্দে ভারত এক্সপ্রেস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার উত্তরাখণ্ডের প্রথম সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন। নূন্যতম সময়ে এবার দেবভূমি থেকে রাজধানী দিল্লিতে পৌঁছনো যাবে। মাত্র পৌনে পাঁচ ঘন্টায় দেরাদুর থেকে বন্দে ভারত নয়া দিল্লি পৌঁছবে।

Advertisment

বৃহস্পতিবার দেশের সপ্তদশ বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “উত্তরাখণ্ড আজ দেরাদুন থেকে দিল্লি পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল। এই এক্সপ্রেস মানুষের ভ্রমণের সময় কমিয়ে দেবে।” ভার্চুয়ালভাবে সবুজ পতাকা নাড়িয়ে এদিন এই সেমি হাইস্পিড এক্সপ্রেসের সূচনা করেছেন মোদী।

প্রধানমন্ত্রীর সংযোজন, “গোঠা বিশ্ব আজ ভারতের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে রয়েছে। ভারতকে দেখতে আজ দুনিয়ার মানুষ এ দেশে আসতে চান। বুঝতে চান ভারতের সাফল্যের রসায়ণষ এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। বন্দে ভারত ট্রেনের মাধ্যমে উত্তরাখণ্ড সেই সুযোগকে কাজে লাগাক।"

এ দিন সূচনা হলেও দেরাদুন-দিল্লি- বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী নিয়ে চলাচল শুরু করবে আগামী সোমবার (২৯ মে) থেকে। ট্রেনটির ৩০২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে পৌনে পাঁচ ঘন্টা। বুধবার বাদে সপ্তাহের বাকি ছয় দিনই দেরাদুন-দিল্লি- বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে। কম সময়ের যাত্রা হওয়ায় এই এক্সপ্রেস ট্রেনটির আটটি কোচ থাকবে এবং সেগুলো সবকটিই হবে চেয়ার কার।

Vande Bharat indian railway PM Narendra Modi
Advertisment