দক্ষিণ আফ্রিকায় BRICS শীর্ষ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের গ্রিস সফরে এথেন্সে পৌঁছেছেন। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে মোদীর এই সফর। উল্লেখ্য বিগত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো গ্রিস সফরে পৌঁছেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিন ১৫ তম ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
একদিনের সরকারি সফরে গ্রিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের আগে এথেন্সের রাস্তায় ভারত মাতা ও মোদীজির নামে জয়ধ্বনি দিতে দেখা যায় সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে রাস্তার উপরে দাঁড়িয়ে 'ভারত মাতার জয়' 'বন্দে মাতরম' , 'মোদীজি জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায় সেখানে বসবাসকারী ভারতীয়দের।
মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ৪০ বছরের মধ্যে প্রথম বারের জন্য গ্রিস সফরে পৌঁছেছেন। এর আগে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৩ সালের সেপ্টেম্বরে গ্রিস সফর করেছিলেন। বাণিজ্য সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রিসের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করতে সাহায্য করবে বলেই মনে করছে ওয়াকিবহলমহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষে শুক্রবার সকালে গ্রিসে পৌঁছেছেন। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ। প্রধানমন্ত্রী মোদীকে গ্রিসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী। এছাড়াও, তিনি উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন।
গ্রীস সফরে প্রধানমন্ত্রী মোদী গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে দেখা করবেন। এ সময় দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার একাধিক উপায় নিয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। পিএম মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ৪০ বছরের মধ্যে এই প্রথমবার গ্রিস সফর করবেন। এর আগে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৩ সালের সেপ্টেম্বরে গ্রিস সফর করেছিলেন।