ভারতের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। এই সেতুর বিশেষত্ব আপনাকে অবাক করবেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 'সুদর্শন সেতু' উদ্বোধন করেছেন। গুজরাটের ওখা এবং ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে এই সেতু। চার লেনের এই কেবল ব্রিজ ২.৩২ কিলোমিটার দীর্ঘ। ভেট দ্বারকার ভগবান শ্রী কৃষ্ণ মন্দিরে প্রার্থনা করে দিন শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর 'সুদর্শন সেতু' নামে চার লেনের কেবিল ব্রিজ উদ্বোধন করেন তিনি।
অনন্য ভাবে ডিজাইন করা সেতুটি। সেতুটির উভয় পাশে রয়েছে হাঁটার পথ। যেটি ভগবদ্গীতার শ্লোক এবং ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে। একটি অফিসিয়াল রিলিজ অনুসারে, ২.৩২ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ হয়েছে মোট ৯৭৯ কোটি টাকা।
চার লেন বিশিষ্ট সেতুটি ২৭.২০ মিটার চওড়া। সেতুটির দুই পাশে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ রয়েছে। এই সেতুটি আগে 'সিগনেচার ব্রিজ' নামে পরিচিত ছিল এবং এখন এর নাম পরিবর্তন করে 'সুদর্শন সেতু' করা হয়েছে।
একটি বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন, এমন ব্রিজ দেশে আর কোথাও নেই। তারের মাধ্যমে ঝুলছে এই সেতু। আর ব্রিজের উপর বসানো রয়েছে সোলার প্যানেল। যা থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানান হয়েছে। ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হত। এখন সেই সমস্যার সমাধান হল বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য আজই কল্যাণী এইমসের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রবিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর রাজকোট, মঙ্গলাগিরি, ভাটিন্ডা, রায়বরেলী এবং জম্মু এমসেরও উদ্বোধন করার কথা। রবিবার বিকেলে রাজকোটের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। নিজের রাজ্যে দুদিনের সফরে শনিবার রাতে জামনগরে একটি রোড'শো করেন মোদী।