ভারত জি-টোয়েন্টির সভাপতিত্ব ব্রাজিলের হাতে তুলে দিল। অনুষ্ঠান শেষের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন- ‘পরিবর্তনের পাশাপাশি স্থিতিশীলতাও একান্তভাবে প্রয়োজন’। ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে জি-২০-এর সভাপতিত্ব হস্তান্তর করেছেন। G20 'ওয়ান ফিউচার'-এর তৃতীয় অধিবেশনে প্রযুক্তি থেকে জলবায়ু একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
মোদী G20 শীর্ষ সম্মেলন সমাপ্তি ঘোষণা করেছেন। অনুষ্ঠান শেষে মোদী বলেন, “আমি জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। এক পৃথিবী এক পরিবার এবং এক ভবিষ্যৎ এর রোডম্যাপ আনন্দময় হোক। ধন্যবাদ "।
G20 সম্মেলনের শেষ দিনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও বলেছেন, 'আমরা যখন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে গিয়েছিলাম তখন আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার রাজনৈতিক জীবনে মহাত্মা গান্ধীর গুরুত্ব অপরিসীম। আমি বহু দশক ধরে অহিংসার পথ অনুসরণ করে চলেছি, ঠিক সেই কারণেই আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম’।
G20-এর সভাপতিত্ব শেষ হতে ভারতের কাছে আড়াই মাস বাকি রয়েছে। G-20 সম্মেলনের তৃতীয় অধিবেশনে 'এক ভবিষ্যত' নিয়ে আলোচনা হয়, এরপর প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে G-20 প্রেসিডেন্সির দায়িত্ব হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন সেই সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও এক বৈঠকে মিলিত হবে। এর পরে কমোরোস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, ইইউ/ইসি, ব্রাজিল এবং নাইজেরিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
G20 'ওয়ান ফিউচার'-এর তৃতীয় অধিবেশনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন- একটা জিনিস পরিষ্কার মনে হচ্ছে- ভবিষ্যত হবে ডিজিটাল নির্ভর। আজ আমি AI এবং ডিজিটাল পরিকাঠামোতে ফোকাস করতে চাই। AI এর যেমন ঝুঁকি রয়েছে, তবে এটি অসাধারণ সুযোগও সামনে এনে দিয়েছে’। পাশাপাশি তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায় সেটা অনেক বড় প্রশ্ন। পাশাপাশি তিনি 'ওয়ান ফিউচার'-নিয়ে আলোচনার সময় 'জলবায়ুর সম্ভাব্য সমস্যা মোকাবিলায় IPCC-এর মতো একটি সংস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এর মাঝেই ঋষি সুনকের বড় ঘোষণা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০০ কোটি ডলার দেবে ব্রিটেন। ঋষি সুনাক G-20 শীর্ষ সম্মেলনে তার ভাষণে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের উপর জোর দিয়েছিলেন এবং বিশ্ব নেতাদের কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সম্মুখীন দেশগুলিকে সহায়তা প্রদানের জন্য তাদের প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।