Advertisment

Modi inaugurates 5 AIIMS in India: ভোটের আগেই বিরাট চমক মোদীর, কল্যাণী-সহ ৫টি AIIMS দেশবাসীকে উপহার

প্রধানমন্ত্রী মোদী তার গুজরাটে দুদিনের সফরে এইমস কল্যাণী, এইমস মঙ্গলগিরি, এইমস বাথিন্ডা এবং এইমস রায়বেরেলিরও উদ্বোধন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi inaugurates 5 AIIMS in India

প্রধানমন্ত্রী মোদী তার গুজরাটে দুদিনের সফরে এইমস কল্যাণী, এইমস মঙ্গলগিরি, এইমস বাথিন্ডা এবং এইমস রায়বেরেলিরও উদ্বোধন করেছেন।

রবিবার AIIMS কল্যাণী-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। AIIMS কল্যাণী ছাড়াও এদিন মোদী আরও চারটি AIIMS -এর উদ্বোধন করেন। মোদী তার গুজরাটে দুদিনের সফরে AIIMS কল্যাণী, AIIMS মঙ্গলগিরি, AIIMS বাথিন্ডা এবং AIIMS রায়বেরেলিরও উদ্বোধন করেছেন।

Advertisment

রাজকোটে এদিন AIIMS-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটিই গুজরাটের প্রথম AIIMS। ২০২০ সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে AIIMS রাজকোটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই হাসপাতালটি ১১৯৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

রবিবার দেশবাসীকে পাঁচটি AIIMS উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজকোট (গুজরাট), বাথিন্ডা (পাঞ্জাব), রায়বেরেলি (উত্তরপ্রদেশ), কল্যাণী (পশ্চিমবঙ্গ) এবং মঙ্গলাগিরি (অন্ধ্রপ্রদেশ) এ পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর উদ্বোধন করেন মোদী। ভার্চুয়ালি AIIMS- কল্যাণীর উদ্বোধন করেন মোদী। এর আগে গুজরাটের রাজকোটে এক রোড শো'য়ে অংশ নেন তিনি।

AIIMS কল্যাণীতে রয়েছে সকল আধুনিক সুযোগ-সুবিধা। এখানে ১৭ টি সুপার-স্পেশালিটিসহ মোট ৪৩ টি বিভাগ রয়েছে। জানা গিয়েছে, ৯৬০ শয্যাবিশিষ্ট কল্যাণী এইমস উচ্চ মানের চিকিৎসা পরিষেবা প্রদান করবে। থাকবে উন্নত আইসিইউ-র সুবিধা। রয়েছে ২৩টি মডিউলার অপারেশন থিয়েটার থাকছে। থাকছে নিজস্ব ব্লাডব্যাংকও।

এর আগে দ্বারকায় সুদর্শন সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি দেশের দীর্ঘতম কেবল ব্রিজ যেটি প্রায় ৯৭৯ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী দ্বারকায় স্কুবা ডাইভিং উপভোগ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত ছবি শেয়ার করেছেন। তিনি দ্বারকাধীশ মন্দিরও পরিদর্শন করেন।

modi AIIMS
Advertisment