/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-144.jpg)
বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুরাতে ডায়মন্ড বোর্স (SDB) উদ্বোধন করেছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীও একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, এটি ভারতের উদ্যোক্তা মনোভাবেরও প্রমাণ। এটি বাণিজ্য, উদ্ভাবন এবং সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে। আমাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে"।
এটি বিশ্বের বৃহত্তম অফিস স্পেস। যেখানে ৪২০০ টিরও বেশি হীরা ব্যবসায়িক অফিস থাকবে। যা একটি একক প্রকল্পে বিশ্বের বৃহত্তম কর্মস্থান বলে দাবি করা হয়েছে। কমপ্লেক্সটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনকেও এই ব্যাপারে পিছনে ফেলে দিয়েছে। এখানে মোট ৪,২০০টি হিরে ব্যবসার অফিস থাকবে। এই ব্যাপারে এসডিবি সভাপতি নাগজিভাই সাকারিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘বর্তমানে, ১৩৫টি অফিস আছে। আমরা আশাবাদী যে উদ্বোধনের পরে অন্যরাও তাদের অফিসগুলো এখানে খুলবে। আগামী বছরের মাঝামাঝি নতুন অফিসগুলো খোলা শুরু হবে। এখন পর্যন্ত, মুম্বই হিরের সবচেয়ে বড় ব্যবসার কেন্দ্রস্থল ছিল। এই নতুন কমপ্লেক্সের উদ্বোধনের সঙ্গে সঙ্গে, সুরাতও হিরে এবং গয়নার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হয়ে উঠবে।’
Surat Diamond Bourse showcases the dynamism and growth of Surat's diamond industry. It is also a testament to India’s entrepreneurial spirit. It will serve as a hub for trade, innovation and collaboration, further boosting our economy and creating employment opportunities. https://t.co/rBkvYdBhXv
— Narendra Modi (@narendramodi) July 19, 2023
সুরাত ডায়মন্ড বোর্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এই কেন্দ্রটি খোলার পরে, এর মাধ্যমে ১.৫ লক্ষ লোক সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবেন। বর্তমানে লক্ষাধিক মানুষ সুরাতে হীরা ব্যবসার সাথে জড়িত। সুরাটের হীরা ব্যবসায়ীরাও এর সরাসরি সুবিধা পাবেন। সুরাত ডায়মন্ড বোর্সে নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে চার হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর পাশাপাশি মানুষের প্রবেশ ও বের হওয়ার পথে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম বসানো হয়েছে।
বিশ্বে ব্যবহৃত হীরার ৯০ শতাংশ সুরাতে কাটা ও পালিশ করা হয়। এর গড় টার্নওভার প্রায় ৩ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটের সুরাতে বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্সের উদ্বোধন করলেন। ৬৬ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সটি সুরাট ডায়মন্ড বোর্স নামে পরিচিত । এটি হবে আন্তর্জাতিক হীরা ও জুয়েলারি ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম এবং আধুনিক কেন্দ্র।
পাশাপাশি রবিবার গুজরাটের সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সুরাত বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদী সুরাতে একটি রোড শো করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদীকে দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। তিনটি রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী।