'আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য'ই বিনিয়োগে সেরা'ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের অনুষ্ঠানে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি বলেছেন জিও উত্তর প্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে 5G পরিষেবা পৌঁছে দেবে। রিলায়েন্স আগামী চার বছর রাজ্যে ৭৫হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। এর ফলে রাজ্যে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট-এর (UP Global Investors Summit 2023, Lucknow) উদ্বোধন করেছেন। এই সময়, ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল, দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং লখনউয়ের সাংসদ রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন ইউপিজিআইএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বক্তব্য রাখেন। কুমার মঙ্গলান বিড়লা রাজ্যে ২৫হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও ড্যানিয়েল বার্চার বলেছেন,নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বিমান পরিষেবা শুরু করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উন্নয়নের কাণ্ডারি বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: < তুরস্কেও ত্রাতা ‘ভারতীয় সেনা’,‘অপারেশন দোস্ত’-এর মহান কর্মকাণ্ড আপনার মন জয় করবেই >
এয়ার ইন্ডিয়া আগামী দিনে ইউপিকে দেশ ও বিশ্বের সাথে সংযুক্ত করবে - এন চন্দ্রশেখরন
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন বলেছেন যে উত্তরপ্রদেশে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে রাজ্য ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। এখানকার প্রায় ২৪ কোটি জনসংখ্যাই রাজ্যের শক্তি। ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে উত্তরপ্রদেশ বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, যে টাটা সন্স উত্তরপ্রদেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। টিসিএস ইতিমধ্যে রাজ্যে তার কর্মকাণ্ড চালাচ্ছে। এয়ার ইন্ডিয়া আগামী দিনে উত্তরপ্রদেশকে দেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে।
পাশাপাশি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেছেন যে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এবং ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ভারত আজ তাদের সবার মধ্যে আলাদা। পাশাপাশি তিনি রাজ্যে নতুন করে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা করেন।
আরও পড়ুন: < ছড়িয়ে-ছিটিয়ে পড়ে মৃতদেহ, কান্নারও লোক নেই! ভয়াবহ পরিস্থিতি >
মুকেশ আম্বানি বলেছিলেন যে এই বছরের বাজেট ভারতকে একটি 'উন্নত দেশ' বিশ্বের সামনে মেলে ধরার রূপরেখা তৈরি করেছে। তিনি বলেন, Jio উত্তরপ্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে তার 5G পরিষেবা চালু করবে। মুকেশ আম্বানি আগামী চারবছরে রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা কথাও ঘোষণা করেছেন।
তিনি বলেন, এর ফলে রাজ্যে প্রায় এক লক্ষ নতুন কর্ম সংস্থান তৈরি হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি আরও বলেন, যে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি অসাধারণ উন্নতি হয়েছে, যার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। উত্তর প্রদেশ নতুন ভারতের আশার কেন্দ্র হয়ে উঠেছে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে ইউপি সরকার ব্যবসায়িক নীতিকে আরও সহজ করেছে। বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় রাজ্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।