অন্যান্য দেশের চেয়ে দ্রুত গতিতে ভারতে টিকাকরণের ব্যবস্থা বিশ্বে নজির তৈরি করেছে, রবিবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নমোর রেডিও প্রোগ্রাম ‘মন কি বাত’ এর সর্বশেষ পর্বে তিনি এমনটাই বলেছেন। তিনি আরও যোগ বলেছেন যে দেশটি দুটি দেশীয় ভ্যাকসিনের ট্রায়াল চলছে এবং টিকাকরণের কাজ চলছে। এমনকী ভারত এখন "ওষুধের ক্ষেত্রে স্বনির্ভর" হতে চলছে।
রবিবার প্রধানমন্ত্রী মোদী, “নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনার বিরুদ্ধে ভারতের যুদ্ধও প্রায় এক বছর পূর্ণ হয়েছে। করোনার বিরুদ্ধে ভারতের যুদ্ধ যেমন বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল, তেমনিভাবে আমাদের টিকা কর্মসূচিও বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠছে। ভারত বিশ্বের বৃহত্তম কোভিড ভ্যাকসিন প্রোগ্রাম পরিচালনা করছে।”
We are not only running the world's biggest vaccination drive but we are also the fastest in vaccinating our citizens: PM Narendra Modi pic.twitter.com/52v3nCylqf
— ANI (@ANI) January 31, 2021
মোদী এও বলেন, অভিযান শুরুর পর মাত্র ১৫ দিনের মধ্যে দেশটি ৩০ লক্ষেরও বেশি ফ্রন্টলাইন কর্মীকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একই টিকা দিতে সময় লেগেছে ৩৬ দিন।
India's self-reliance in medicines is helping the world. #MannKiBaatpic.twitter.com/YkgIu7b7l4
— PMO India (@PMOIndia) January 31, 2021
এদিকে, দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচিতে ভ্যাকসিন নেবেন নরেন্দ্র মোদী এমনটাই জানা গিয়েছে। টিকাকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাচ্ছেন পুলিস, সশস্ত্র বাহিনী, ডাক্তার সহ প্রথমসারির কর্মীরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন