Advertisment

'আপনারা কেন রাজনীতি করছেন এখন', মোদীর ভিডিও বৈঠকে কেন্দ্রকে নিশানা মমতার

এদিনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষবর্ধন

author-image
IE Bangla Web Desk
New Update
মোদীর বৈঠকে ব্রাত্য় 'বক্তা' মমতা-রাজপথে আটক সূর্য-একুশের দৌড়ে বিজেপির বিশেষ অভিযান-কলকাতায় যান-যন্ত্রণা অব্য়াহত

প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ''কেন্দ্র রাজনীতি করছে'', ভিডিও বৈঠকে এ অভিয়োগই জানিয়েছেন মমতা। পাশাপাশি লকডাউনের মধ্য়ে ট্রেন চালুর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী, সূত্র মারফত এমনটই জানা যাচ্ছে।

Advertisment

এদিনের বৈঠকে মমতা বলেছেন, ''আমরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছি। কিন্তু আপনারা কেন রাজনীতি করছেন। এটা রাজনীতি করার সময় নয়। আমরা আমাদের সেরাটা দিচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গকে আক্রমণ করছে কেন্দ্র''।

কার্যত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে এদিনের বৈঠকে মমতা বলেছেন, লকডাউন তোলার আগে ও অন্য়ান্য় পরিষেবা শুরুর আগে রাজ্য়গুলোর সঙ্গে কথা বলুক কেন্দ্র।

আরও পড়ুন: কাল থেকে কোন ট্রেনগুলি চলবে? গন্তব্য় কোথায়? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বারবার রাজ্য় বনাম কেন্দ্রের সংঘাতের ছবি সামনে এসেছে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো ঘিরে মোদী-শাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মমতা। বাংলায় কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করা হয়েছে বলে নবান্নের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্র। সম্প্রতি, বাংলার পরিযায়ী শ্রমিকদের এ রাজ্য়ে ফেরার ব্য়াপারে ট্রেন চালুতে মমতা সরকার অনুমতি দিচ্ছে না বলে ক'দিন আগে খোদ মুখ্য়মন্ত্রীকে কড়া ভাষায় চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে এদিন মোদীর ভিডিও বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে সরব হলেন মমতা, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

modi, মোদী ছবি: টুইটার।

সূত্রের খবর, এদিনের ভিডিও বৈঠকে লকডাউন পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, করোনায় লকডাউনের জেরে দেশের অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায়, সে নিয়েও এদিন মুখ্য়মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য়, আগামী ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন।

আরও পড়ুন: খাবার-কম্বল সঙ্গে নিয়ে আসবেন, যাত্রীদের জানাল রেল

এদিনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষবর্ধন। এছাড়াও মোদীর ভিডিও কনফারেন্সে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাাথ, অরুণাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী পেমা খান্ডু।

এবারের ভিডিও কনফারেন্সে সব রাজ্য়ের মুখ্য়মন্ত্রীকে আলাদা করে বক্তব্য় রাখার সুযোগ দেওয়া হয়েছিল বলে খবর। বিগত ভিডিও বৈঠকগুলোতে বাছাই করা কয়েকজন মুখ্য়মন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

রবিবার রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানে রাজ্যগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার কথা বলা হয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment