চোখ ধাঁধানো ‘যশোভূমি’ কনভেনশন সেন্টার উদ্বোধনের পথে দিল্লি মেট্রোতে চড়লেন প্রধানমন্ত্রী মোদী। আর পাঁচ জন সাধারণ মানুষের মতো মেট্রোতে ভ্রমণ করতে দেখা গিয়েছে মোদীকে। দিল্লিকে একটি নতুন মেট্রো লাইন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দ্বারকায় 'যশোভূমি' নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের (আইআইসিসি) প্রথম পর্ব এবং দিল্লি মেট্রোর বিমানবন্দর এক্সপ্রেস লাইনের বর্ধিত অংশেরও উদ্বোধন করবেন। দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর ২১ থেকে সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারণেরও উদ্বোধন করেন মোদী ।বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার বিশ্বকর্মা জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি মেট্রোতে যাত্রার সময় মোদীকে সহযাত্রীদের সঙ্গে ছবি তুলতে এবং তাঁদের সঙ্গে ঠাট্টা করতে দেখা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিজের জন্মদিনে দ্বারকায় ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের (আইআইসিসি) প্রথম পর্বের উদ্বোধন করবেন। তিনি দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর ২১ থেকে সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারণেরও উদ্বোধন করেন। মোদীর দৃষ্টিভঙ্গি দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনী আয়োজনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা। সেই লক্ষ্যেই ‘ভারত মণ্ডপম’ এর পর আরও এক চোখধাঁধানো সৃষ্টি দেশবাসীকে উৎসর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী।
যশোভূমি বিশ্বের বৃহত্তম প্রদর্শনী হলগুলির মধ্যে একটি। কর্মকর্তারা বলেছেন যে এতে ভারতীয় সংস্কৃতির নানান উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এর ক্যাম্পাসটি CII এর থেকে গ্রিন সিটিস প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে। সম্প্রতি দিল্লিতে ‘ভারত মণ্ডপম’, নয়া সংসদ ভবন উদ্বোধনের মাধ্যমে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আন্তর্জাতিক মানের কনফারেন্স সেন্টারের উদ্বোধন করতে চলেছেন তিনি। আজ ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে, দ্বারকায় ‘যশোভূমি’-র উদ্বোধন করবেন মোদী। এছাড়া দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের বিস্তৃতিরও সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী । বিশ্বের বৃহত্তম মিটিং, কনফারেন্স সেন্টার ও প্রদর্শনীশালা (MICE) হতে চলেছে দ্বারকার যশোভূমি। মোট ৮.৯ লক্ষ বর্গ মিটার জায়গা জুড়ে এই প্রকল্পটি করা হয়েছে এবং যশোভূমি-সহ সংলগ্ন সৌধ নির্মাণ করা হয়েছে ১.৮ লক্ষ বর্গমিটার এলাকাজুড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল ১১টায় জাতীয় রাজধানীর দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত প্রসারিত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, “এই নতুন বর্ধিত অংশে যাত্রী চলাচল রবিবার বিকেল ৩টে থেকে শুরু হবে। এই বিভাগে কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হবে ২৪.৯ কিলোমিটার। বর্তমানে বিমানবন্দর এক্সপ্রেস লাইনে মেট্রো পরিষেবা দ্বারকা সেক্টর ২১ পর্যন্ত উপলব্ধ। দিল্লি মেট্রোর ব্লু লাইনের জন্য মেট্রো পরিষেবাও এখান থেকে পাওয়া যায়। নতুন স্টেশনটি দ্বারকা সেক্টর ২৫ এবং পার্শ্ববর্তী গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়ে বরাবর নতুন সেক্টরের আশেপাশের বাসিন্দাদের মেট্রো সংযোগ প্রদান করবে।