৩৭০ ধারা বাতিলের পর প্রথম বারের জন্য কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদী। সামনেই লোকসভা নির্বাচন। তারপরই জম্মু-কাশ্মীরর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এমন আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফর নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ণ । প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এদিন শ্রীনগরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর এক নির্বাচনী জনসভায়ও বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির চালানো হচ্ছে। সব মিলিয়ে কাশ্মীরের জন্য ৬ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের কৃষি-অর্থনীতিকে চাঙ্গা করতে প্রায় ৫ হাজার কোটি টাকার 'হামাগরা কৃষি উন্নয়ন কর্মসূচি' (HADP) চালু করবেন। জম্মু ও কাশ্মীরের প্রায় হাজার যুবককে চাকরির নিয়োগপত্রও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন। পাশাপাশি হজরতবুল দরগার সংস্কার প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
জনসভায় প্রধানমন্ত্রী মোদী ৬৪০০ কোটি টাকার ৫২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করবেন। দুপুর ১২টায় বকসি স্টেডিয়ামে জনসভা চলাকালীন 'উন্নত ভারত, উন্নত জম্মু ও কাশ্মীর' কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু ও কাশ্মীরে কৃষি-অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু ঘোষণাও করতে পারেন মোদী।
২০১৯ সালের ৫ অগাস্ট কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করে দেয়। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক নয় বলেই সাফ জানিয়েও দেন। সামনেই লোকসভা নির্বাচন। অন্যদিকে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। এমন আবহে মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৬৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগরের বকসি স্টেডিয়ামে ৬৪০০ কোটি টাকার ৫৩ টি প্রকল্পের উদ্বোধন করে তা সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন। কিছুক্ষণের মধ্যে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন মোদী।
১০ বছরে কাশ্মীরে উন্নয়নের জোয়ার- এলজি মনোজ সিনহা
এলজি মনোজ সিনহা বলেন, গত ১০ বছরে কাশ্মীরে অনেক উন্নয়ন হয়েছে। এই কারণেই প্রধানমন্ত্রী মোদীকে দেখতে ভিড় উপচে পড়েছে। কাশ্মীরের প্রতি প্রধানমন্ত্রীর 'বিশেষ ভালোবাসা'র কথা সকলেরই জানা।