Advertisment

‘যে খেলবে সেই প্রস্ফুটিত হবে’, বারাণসীতে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে মোদীর ইঙ্গিতপূর্ণ ভাষণ

বারাণসীতে আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী

author-image
IE Bangla Web Desk
New Update
PM Narendra Modi,Varanasi,international cricket stadum,

বারাণসীতে আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী

বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তিনি বলেন, স্টেডিয়ামটি মহাদেবকে উৎসর্গ করেই নির্মাণ করা হবে। এটি কেবল বারাণসীর জন্যই নয়, পূর্বাচলের যুবকদের জন্যও এই স্টেডিয়াম এক আশীর্বাদ। স্টেডিয়ামের নকশা দেখে রোমাঞ্চিত প্রতিটি কাশীবাসী। তিনি বলেন, আজ সময় বদলেছে এবং তরুণরা স্পোর্টস স্টার্টআপের কথা ভাবতে পারে। মোদী বলেন, আমরা খেলাধুলাকে তরুণদের ফিটনেস ও তাদের ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করেছি। এবার ক্রীড়া বাজেট তিনগুণ বাড়ানো হয়েছে। খেলো ইন্ডিয়ার বাজেট গত বছরের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে।

Advertisment

মোদী তাঁর ভাষণে বলেন,  এই স্টেডিয়ামটি কেবল বারাণসীর যুবকদের জন্যই নয়, পূর্বাচলের যুবকদের জন্যও একটি আশীর্বাদ। এটি প্রস্তুত হলে ৩০ হাজারের বেশি মানুষ বসে একসঙ্গে ম্যাচ দেখতে পারবেন । তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ের স্টেডিয়ামে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই স্টেডিয়ামই হবে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে নির্মিত প্রথম ক্রীড়া কমপ্লেক্স।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্পষ্টতই আগামী দিনে ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে। ম্যাচের সংখ্যা বাড়লে নতুন স্টেডিয়ামের প্রয়োজন হবে। তাহলে বেনারসের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই চাহিদা পূরণ করবে। গোটা পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছে এই স্টেডিয়াম।  ভারত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে ইতিহাস তৈরি করেছে। তিনি বলেন, কাশীর সাংসদ হওয়ায় আমি বিসিসিআই কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্টেডিয়ামটি শুধু ইট-পাথরের বিল্ডিংই নয়, ভবিষ্যতের ভারতের একটি বড় প্রতীক হয়ে উঠবে।

modi
Advertisment