Advertisment

‘এক দেশ, এক সংবিধান’, ৩৭০ ধারা নিয়ে ফের মুখ খুললেন মোদী

‘‘গত ৭০ বছর ধরে যে সমাধান করা যায়নি, তা আমরা ক’দিনে করেছি। সংসদের দুই কক্ষে আমরা সমর্থন পেয়েছি। ৩৭০ ধারা বাতিলের পর এক দেশ, এক সংবিধান’’।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: নীরজ প্রিয়দর্শী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্বাধীনতা দিবসের ভাষণে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লালকেল্লায় নরেন্দ্র মোদী বললেন, ‘‘এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭০ দিনও হয়নি নতুন সরকারের, তার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’’। এ প্রসঙ্গে নমো আরও বলেন, ‘‘৩৭০ ধারা, ৩৫ এ ধারার বিলুপ্তি ঘটিয়েছি আমরা। আমরা সমস্যা কখনও এড়িয়ে যাইনি। গত ৭০ বছর ধরে যে সমাধান করা যায়নি, তা আমরা ক’দিনে করেছি। সংসদের দুই কক্ষে আমরা সমর্থন পেয়েছি। ৩৭০ ধারা বাতিলের পর এক দেশ, এক সংবিধান’’।

Advertisment

আরও পড়ুন: নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ গঠন করা হবে: মোদী

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর কিছুদিন আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি ঠিক হলে, ফের পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মীর। এদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পর থেকেই কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মোড়া জম্মু-কাশ্মীর। দ্বিতীয় মোদী সরকারের এই সিদ্ধান্তে বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। ৩৭০ ধারা বিলোপের পর আজ প্রথম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে উপত্যকায়। এই প্রেক্ষিতে ৩৭০ ধারা প্রসঙ্গে মোদীর এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
src="https://www.youtube.com/embed/A-2b0SVFCog" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: ১৫ অগাস্ট দিনটিতেই কেন পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস?

৩৭০ ধারা বাতিলের পাশাপাশি তিন তালাক প্রথা রদের প্রসঙ্গে মোদী এদিন মুখ খুলেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের মুসলিম মা-বোনেদের তিন তালাকের আতঙ্ক মুক্তি হয়েছে এখন। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে এই রীতি আগেই বাতিল করা হয়েছিল। কিন্তু আমাদের দেশ এ নিয়ে দ্বিধায় ছিল’’।

আরও পড়ুন: অমিত শাহর মাস্টারস্ট্রোক, ৩৭০ ধারা রদ করে ‘মিশন সফল’ মোদীর সেনাপতির

অন্যদিকে, স্বাধীনতা দিবসে নয়া ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জানালেন, ‘‘নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ গঠন করা হবে। ৩ বাহিনীর সমন্বয়ে চিফ অফ ডিফেন্স কাজ করবেন। সেনা, বিমান বাহিনী, নৌসেনার একসঙ্গে আধুনিকীকরণ। আমাদের বাহিনী আমাদের কাছে গর্ব। তাই সেই বাহিনীকে আরও সংঘবদ্ধ করা জরুরি’’।

সন্ত্রাস দমনে ফের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। নমো বলেছেন, ‘‘যারা সন্ত্রাসবাদীদের সুরক্ষা দিচ্ছে, তাদের আসল চেহারা সামনে আসা দরকার। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশও সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়তে হবে’’। দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেন, ‘‘দুর্নীতি নির্মূল করতে ও কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবরকম পদক্ষেপ করা হবে’’। মোদী বলেন, ‘‘জিএসটি চালু করে এক দেশ, এক কর-এর স্বপ্ন পূরণ হয়েছে...এবার এক দেশ, এক নির্বাচন’’।

Read the full story in English

PM Narendra Modi national news
Advertisment